প্রকাশ : ১২ মে ২০২৩, ২২:০৫
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মায়ের কুলখানি অনুষ্ঠিত
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ মে) বিকাল ৫টায় রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে এ কুলখানি অনুষ্ঠিত হয়। আসর নামাজের পর অনুষ্ঠিত কুলখানিতে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীসহ অসংখ্য মানুষ তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।চাঁদপুর থেকেও বিশিষ্ট জন, প্রশাসনিক কর্মকর্তা ও দলের নেতাকর্মীবৃন্দ দোয়া মাহফিলে শরিক হন।
দোয়া মাহফিলে অংশ নেয়ায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন মরহুমার একমাত্র মেয়ে বাংলাদেশ আওয়ামীলীগে যুগ্মসাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এবং ছেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু।
এ সময় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, আমাদের মা তার রাজনৈতিক স্বামীর জীবনের সমস্ত ঝড়-ঝঞ্ঝার সংগ্রাম একাই সামাল দিয়েছেন। আমাদেরকে বড় করেছেন। তিরি সততা ও দৃঢ়তার সাথে বিগত চল্লিশ বছর শিক্ষকতা করেছেন। সন্তানদের আদর-যত্নে মানুষ করেছেন। তার অসংখ্য শিক্ষার্থীকে আদর্শ মানুষ হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। আমার মা ছিলেন অত্যন্ত সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত একজন মানুষ।আপনারা সবাই আমার মা'র জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে বেহেশত নসিব করেন। আমিন।
রহিমা ওয়াদুদের কুলখানি উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তৌফীক নাওয়াজ,
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানএমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফেমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম,অসীম কুমার উকিল এমপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ডঃ মিজানুর রহমান, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএমবার,সিআইপি জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন,
চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, হাজিগঞ্জ পৌরসভার মেয়র আ.স,ম মাহবুব উল আলম লিপন,
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী,পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, সনাক,চাঁদপুর সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন, দৈনিক চাঁদপুর জমিন সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন,
চাঁদপুর জেলা আওয়ামী লীগের
সদস্য ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ডঃ মোঃ হাসান খান,
ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান,হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী,
জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান,চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম নুরু,আওয়ামী লীগ নেতা হাজী আবুল বাশার মিলন,
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল,বাংলাদেশ স্পোর্টস গুডস মার্চেন্টস, ম্যানুফেকচারর্স এন্ড ইমপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি ও ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয় সভাপতি এমআর শামীম,
জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,হাইমচর নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাউদ আল নাসেরসহ নেতৃবৃন্দ ও বিশিষ্ঠজনেরা আরো অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, মঞ্জুরি কমিশন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাবেক উপাচার্য অনেকেই দোয়া মাহফিলে অংশ নেন।
শিক্ষামন্ত্রীর দফতর থেকে জানানো হয়, ছাত্রলীগের প্রথম কাউন্সিল নির্বাচিত সাধারণ সম্পাদক মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিণী এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট শল্য চিকিৎসক ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদের মা অবসরপ্রাপ্ত শিক্ষিকা রহিমা ওয়াদুদ গত ৬ মে ঢাকার কলাবাগানে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ৭ মে তাকে বনানী কবরস্থানে তার স্বামীর কবরে সমাহিত করা হয়।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা। এছাড়া পেশাজীবী, শিক্ষা, পরিবারের সদস্যসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা সমাবেদনা জানান।