প্রকাশ : ০৯ মে ২০২৩, ২২:৩৭
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা
অর্ধ শতাধিক প্রার্থীর জমজমাট প্রচারণা
জেলার বাণিজ্যিক শহর বলে খ্যাত ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে আজ বুধবার তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণার পূর্বেই জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে বাজার এলাকা। ইতোমধ্যে প্রায় অর্ধ-শতাধিক প্রার্থী তাদের নিজ নিজ প্রার্থিতা জানান দিয়েছেন।
তফসিল ঘোষণা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে মঙ্গলবার ৯ মে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব প্রদান করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার ১০ মে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে বিশ^স্ত সূত্রে জানা গেছে। এর আগে গত সোমবার ৮ মে সংবাদকর্মীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সমিতির বর্তমান কমিটির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন সিনিয়র রাজনীতিবিদ ও হাজীগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব ইকবালুজ্জামান ফারুক, নির্বাচন কমিশনার হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সহকারী অধ্যাপক মোঃ সেলিম এবং সদস্য সচিব সাংবাদিক মনিরুজ্জামান বাবলু।
সরেজমিনে সম্ভাব্য প্রার্থী সম্পর্কে জানা যায়, সভাপতি পদে বর্তমান সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, সাবেক সভাপতি রোটাঃ আহসান হাবিব অরুণ ও মোঃ ইকবাল হোসেন মজুমদার, সহ-সভাপতি পদে বর্তমান সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, মোঃ আবদুল কাদের (কেবিএফ) ও হাজী মোঃ ওমর ফারুক সর্দার, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, মোঃ জাকির হোসেন মিন্টু, মোঃ আলী নেওয়াজ রোমান, মোহাম্মদ ওমর ফারুক, এবায়েদুর রহমান খোকন বলি, এসএম আকতার হোসেন ও ডাঃ মোঃ ফয়ছল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে বর্তমান সহ-সাধারণ মোঃ সাহাব উদ্দিন শাবু, শেখ তোফায়েল আহমেদ ও এমরান হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক পদে হাফেজ মোঃ আবুল কাশেম, আবু নোমান রিয়াদ, আবু হেনা বাবলু, মোঃ শহীদুল্লাহ, মোঃ শরীফ গাজী ও মোঃ ফয়সল পাটওয়ারী, কোষাধ্যক্ষ পদে বর্তমান কোষাধ্যক্ষ সাংবাদিক হাছান মাহমুদ ও মোঃ হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক পদে বর্তমান দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম মুন্সী, মোর্শেদ আলম ও মোঃ আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে বর্তমান প্রচার সম্পাদক মোঃ ইমামুল হাছান হেলাল, মোঃ কাউছার আহমেদ, মোঃ হাবিবুর রহমান আখতার ও মোঃ বদিউল আলম শাকিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মানিক মজুমদার, হাসান পাটওয়ারী, দ্বীন ইসলাম টগর ও মোঃ সফিকুল ইসলাম, বাণিজ্য সম্পাদক পদে মোশারফ হোসেন টিটু গাজী, মোঃ আব্দুল মজিদ ও শাহ আলমগীর হোসাইন, শিল্প বিষয়ক সম্পাদক পদে মোঃ জিসান আহমেদ ছিদ্দিকী, মোঃ ইউছুফ পাটওয়ারী ও হাফেজ মোঃ মহসিন। এ ছাড়াও ৮টি ওয়ার্ডে কমিশনার পদে সম্ভাব্য প্রার্থীরা আগাম প্রচারণা শুরু করেছেন। এর মধ্যে ৮টি ওয়ার্ডে মোট ২০ জন কমিশনার নির্বাচিত হবেন। এই ২০ জনের মধ্যে ১নং ওয়ার্ডে ৩ জন (বর্তমান পরিষদে আছেন ২ জন), ২নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে ২ জন, ৫নং ওয়ার্ডে ৩ জন, ৬নং ওয়ার্ডে ২ জন, ৭নং ওয়ার্ডে ৩ জন (বর্তমান পরিষদে আছেন ৪ জন) এবং নতুন সৃষ্ট ওয়ার্ড ৮নং ওয়ার্ডে ২ জন কমিশনার নির্বাচিত হবেন।
ইতোমধ্যে ৩ হাজার ৪৩ জনের ভোটার তালিকা প্রকাশ, মহিলা বিষয়ক সম্পাদক নামক একটি পদ বৃদ্ধি করে সম্পাদকীয় ১১ থেকে ১২টি পদ এবং ১টি ওয়ার্ড বৃদ্ধি করে মোট ৮টি ওয়ার্ড করা হয়েছে।