শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৯ মে ২০২৩, ১৮:০৪

বিদ্যালয়ের নাম পরিবর্তনের চেষ্টায় চাঁদপুরে ছাত্র ঐক্য পরিষদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টারঃ
বিদ্যালয়ের নাম পরিবর্তনের চেষ্টায় চাঁদপুরে ছাত্র ঐক্য পরিষদের প্রতিবাদ

চাঁদপুরের ফরিদগঞ্জে ২নং পূর্ব বালিথুবা ইউনিয়নে একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়েছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। ৯ মে মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচী এবং ডিসি বরাবর প্রতিবাদ স্মারকলিপি দিয়েছেন।

জানা যায়, ফরিদগঞ্জের ২নং পূর্ব বালিথুবা ইউপি চেয়ারম্যানের ফেসবুক আইডি হতে একটি পোষ্ট করা হয়। যেখানে লেখা ছিলো ‘আলহামদুলিল্লাহ (দেবীপুর) সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হল আজ মাসিক সমন্বয় সভায়’। আর এর পর পরই এর পক্ষে বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য শুরু হয়। আর এর পরপরই বিষয়টি রাজনৈতিক অঙ্গণ থেকে শুরু করে সর্বমহলে আলোচিত হচ্ছে।

এদিকে এই ফেসবুক স্ট্যাটাসটির সত্যতা জানতে সাংবাদিকরা ওই ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এদিকে বিষয়টি স্পর্শকাতর এবং সাম্প্রদায়িক উস্কানী দাবী করে বিদ্যালয়ের নাম পরিবর্তনের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী এবং সবশেষে জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদ। এসময় জেলা প্রশাসকের কক্ষে এ প্রতিবাদ স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক অপু কুমার বিশ্বাস, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) রুপঙ্কর চন্দ্র শীল, সদস্য শুভ সাহা, দীপ্ত সাহা, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র ঐক্য পরিষদপর আহ্বায়ক কানাই দে, সদস্য সচিব শিমুল দে, সদস্য দিয়া বিশ্বাস, পিয়াস চন্দ্র দাস,শুভ্রত দাস, জয়ন্ত চন্দ্রসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান সাংবাদিকদের তাৎক্ষণিক বলেন, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির রোলমডেল একটি জেলা। এখানে স্কুলের নাম পরিবর্তনে ধর্মীয় সুরসুরি দেয়ার সুযোগ নেই। আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়