বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ মে ২০২৩, ১৭:৫১

হকার্স মার্কেট ব্যবসায়ী নাছির খানের হৃদরোগে মৃত্যু্, ব্যবসায়ী সমিতির শোক

স্টাফ রিপোর্টার
হকার্স মার্কেট ব্যবসায়ী নাছির খানের হৃদরোগে মৃত্যু্, ব্যবসায়ী সমিতির শোক

চাঁদপুর শহরের রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী ও খান স্টোরের স্বত্বাধীকারী মোঃ নাছির খান (৪০) আর বেঁচে নেই। তিনি ৯ মে মঙ্গলবার সকাল ৯ টা ১৫ মিনিটে নিজ দোকানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পার্শ্ববর্তী দোকানদাররা উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসাক তাকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি.......... রাজেউন)। এ বিষয়ে নিশ্চিত করেছেন রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ জাকির হোসেন মৃধা। এছাড়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হকার্স মার্কেট পাঞ্জেখানা মসজিদে মরহুমের মাগফেরাত কামনায় দোয়া করেন মাওঃ মোঃ আবদুর রহিম।

এ দিকে মোঃ নাছির খানের মৃত্যুর খবর শুনে তরপুরচণ্ডী বিটি রোড (খন্দকার সংলগ্ন) খান বাড়িতে ও হকার্স মার্কেট এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। একমাত্র ছেলে আজমাইনকে (৫) কোলে নিয়ে স্ত্রী ও তার বৃদ্ধ বাবা-মা মায়ের কান্নায় আকাশ-বাতাশ যেনো ভারী হয়ে উঠেছে। নাছির খানের কর্মজীবনের ১০ বছরে এলাকাবাসী ও ব্যবসায়ী মহলে নম্র-ভদ্র হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন বলে চমক ফ্যাশনের স্বত্বাধীকারী মোঃ মাসুদ মোস্তান জানিয়েছেন।

মরহুমের জানাজা ১০ মে সকাল ৮ টায় তরপুরচণ্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ড খন্দকার বাড়ি বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে মোঃ রাসেল খান জানান।

হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির শোক রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ জাকির হোসেন মৃধা এক শোক বার্তায় বলেন, মোঃ নাছির খানের ব্যবসায়ী মহলে ব্যাপক শুনাম রয়েছে। তিনি একজন ভালো মানুষ ছিলেন। আমরা তার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়