শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৭ মে ২০২৩, ১৬:৪৪

মাকে শেষ দেখার জন্য লন্ডন থেকে দেশে ফিরেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

অনলাইন ডেস্ক
মাকে শেষ দেখার জন্য লন্ডন থেকে দেশে ফিরেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

মমতাময়ী মা কে শেষ বারের জন্য দেখার জন্য লন্ডনে রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে দেশে ফিরেছেন শিক্ষা মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি।

তিনি আজ ৭ মে বেলা ১১ টার সময় লন্ডন থেকে দেশে ফিরে ঢাকা কলাবাগান এর বাড়িতে আসেন। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চাঁদপুর থেকে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্টজনরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে তাকে সান্ত্বনা দেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা ও ভাষাসংগ্রামী মরহুম এমএ ওয়াদুদের স্ত্রী শিক্ষাবিদ রহিমা ওয়াদুদ (৮৯) বার্ধক্যজনিত কারণে ৬ মে শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রহিমা ওয়াদুদ রাজধানীর লেক সার্কাস বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও একসময় শিক্ষকতা করেন।

আজ রোববার বাদ আসর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।পরে রাজধানীর বনানী কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।

উল্লেখ্য, মায়ের মৃত্যুর সময় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি দেশে ছিলেন না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে লন্ডনে সফরে ছিলেন। ব্রিটেনের ৪০তম রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি লন্ডনে ছিলেন। মায়ের মৃত্যুর খবর শুনে ঐদিন রাতে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়