প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ১৮:২১
পানিতে তলিয়ে নিখোঁজ নিহা
বাড়ির অন্য শিশুদের সাথে দুপুরে সাঁতার কাটতে গিয়ে বাড়ির পুকুরে নামে নিহা (৬)। সাঁতার কাটাবস্থায় অন্যদের অজান্তে পানিতে তলিয়ে নিখোঁজ হয় সে। এর পরেই শুরু হয় হ ই চৈ ই আর খোঁজাখোঁজি। এক পর্যায়ে নিহাকে পাওয়া যায় অচেতন অবস্থায়। তাৎক্ষনিক তাকে উদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের সমেশপুর মিজি বাড়িতে। সে মিজি বাড়ির দুলাল মিজি বড় মেয়ে। দুলাল মিজি উক্ত ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য।
নিহতের নিকট আত্বীয় তানজিবুল ইসলাম মামুন জানান, শিশুটি প্রতিদিন গোসল করতে পুকুরে যায়। হালকা সাঁতার জানা নিহাকে উদ্ধার করে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জানান অনেক আগেই সে মারা গেছে।
পানিতে ডুবে শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান,শিশুটির পরিবারের অভিযোগ না থাকায় আর তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।