প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩, ২১:৪৭
এইচএসসি-১৯ ব্যাচের পুনর্মিলনী
ফরিদগঞ্জে এইচএসসি-১৯ ব্যাচের পুনর্মিলনীর অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল (সোমবার) ফরিদগঞ্জ উপজেলার মহা-বিদ্যাপিট ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের ২০১৯ সালের অর্ধশতাধিক এইচ.এস.সি পরীক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পুনর্মিলনীটি। স্মৃতিচারণ, খেলাধুলা, উন্মুক্ত আড্ডা, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং মধ্যাহ্নভোজন মাধ্যমে অনুষ্ঠিত হওয়া পুনর্মিলনী অনুষ্ঠানটি যে কলেজ ক্যাম্পাস সাবেক এই শিক্ষার্থীরা মেতে উঠে স্মৃতি সঞ্চারের খেলায়।
পুনর্মিলনী আয়োজক প্যানেলের অন্যতম সদস্য আরিফ হোসেন হৃদয় জানান, ২০১৯ সালে এইচএসসি পরীক্ষা দেয়ার পর দীর্ঘ চার বছর পর বন্ধুদের সাথে কলেজ জীবনের স্মৃতিচারন ও কলেজের শিক্ষক ও বন্ধুদের সাথে আনন্দ উল্লাসে সময় কাটানোর জন্য পুনর্মিলনী আয়োজনের মতো আমাদের কয়েকজন বন্ধুদের এমন আয়োজনের প্রয়াস। সব মিলিয়ে আয়োজনটুকুতে আমাদের সকল বন্ধুরা পুরানো স্মৃতিচারণ করতে পেরেছে এবং দীর্ঘদিন পর মিলনমেলায় পরিনত হয়েছে পুনর্মিলনীর আয়োজনটুকু। পুনর্মিলনী আয়োজনে '১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনীর আয়োজনে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ ও প্রভাসক নাসির উদ্দিন।
ক্যাশন : ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের ২০১৯ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ।
বার্তা প্রেরক
শামীম হাসান
ফরিদগঞ্জ, চাঁদপুর।
01610970042