শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩, ১৯:৫৬

মতলবে ধনাগোদা নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে ধনাগোদা নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকায় ধনাগোদা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার আড়াই ঘন্টা পর মাদ্রাসা ছাত্রের লাশ মিললো।

আজ সোমবার দুপুরে রাকিব (৭) নামের এক মাদ্রাসা ছাত্র পৌরসভার চরমুকুন্দি এলাকায় ধনাগোদা নদীতে গোসল করতে গিয়ে নিখোজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল অনেক খোঁজা খুজি করে আড়াই ঘন্টা পর তার মৃতদেহ উদ্ধার করে।

জানা গেছে, চরমুকুন্দি গ্রামের তার ফুফার বাড়ী থেকে দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো। তার পিতা মোঃ দুলাল ঢাকার শনির আখরায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে কাজ করে। মাতা রিংকি বেগমসহ ওখানে ভাড়া বাসায় থাকেন। তাদের পৈত্রিক বাড়ী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলায়। সে মা বাবার একমাত্র সন্তান ছিল।

সাদেক উল্লাহ দেওয়ান, শামীমসহ এলাকাবাসী জানান, আজ দুপুর সাড়ে বারোটার দিকে বাড়ির লোকজনের সাথে রাকিব নদীর পাড়ে যায়। সকলের অগচরে সেও গোসল করতে নামে। সাঁতার জানতো না। এক পর্যায়ে তাকে না দেখলে সকলে খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজি করে হদিস না মিললে ফোনে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।

এদিকে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল পৌনে তিনটার দিকে তার মৃতদেহ উদ্ধার করে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আসাদুজ্জামান নূর বলেন, খবর পেয়ে আমরা প্রায় আড়াইটার দিকে উদ্ধার কাজ শুরু করি। ১৫ মিনিটের মধ্যেই নিচে বালির গর্তে আটকা পড়া অবস্থা থেকে তাকে মৃত উদ্ধার করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়