শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ১৫:৪০

ফরিদগঞ্জের উটতলী ব্রীজের নির্মাণ কাজ পরিদর্শণে এলজিইডির প্রধান প্রকৌশলী

ফরিদগঞ্জের উটতলী ব্রীজের নির্মাণ কাজ পরিদর্শণে এলজিইডির প্রধান প্রকৌশলী
প্রবীর চক্রবর্তী

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন ডাকাতিয়া নদীর উপর নির্মানাধীন উটতলী ব্রীজের নির্মাণকাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে তিনি ব্রীজের নির্র্মাণ স্থান ফরিদগঞ্জ উপজেলার উটতলী ও হাজীগঞ্জ উপজেলার অলিপুর এলাকা ঘুরে ঘুরে নির্মাণকাজের বিভিন্ন চিত্র দেখেন। এসময় তিনি ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রতগতিতে এবং নিদিষ্ট সময়ের মধ্যে ৫৫০মিটার দীর্ঘ ব্রীজটির নির্মাণ শেষ করার নিদের্শনা দেন। তিনি নির্মাণ কাজের গুনগত মান নিশ্চিত করার সাথে সাথে নিয়মিত দেখভালের জন্য স্থানীয় প্রকৌশলীদের নিদের্শনা প্রদান করেন। পরিদর্শন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এলজিইডি কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: মোস্তফা হাসান, প্রকল্প পরিচালক মো: এবাদত আলী, এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো: আহসান কবির, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মোহাম্মাদ ইফতেখার আলী, এলজিইডি চাঁদপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী মো: ফুয়াদ আহসান, ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহাম্মদ, চাঁদপুর সদরের উপজেলা প্রকৌশলী স্নেহাল রায়, শাহারাস্তির উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, হাজীগঞ্জের উপজেলা প্রকৌশলী রেজাউনুর রহমান, মতলব দক্ষিণের উপজেলা প্রকৌশলী আবদুল আলীম লিটন, এলজিইডি চাঁদপুরের সহকারী প্রকৌশলী মো: আশরাফুল হাসান এবং ডাকাতিয়া ব্রিজ প্রকল্পের সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম।

উল্লেখ্য,বিগত বছরের ১৬ অক্টোবর ডাকাতিয়া নদীর উপর হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলাকে সংযোগকারী ৫৫০ মিটার দীর্ঘ ৫৬ কোটি ৫১ লক্ষ টাকা ব্যায়ে এই দৃষ্টিনন্দন সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। #

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়