প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ২১:১২
মতলব দক্ষিণে মোশারফ হোসেনের উদ্যোগে এতিমদের নিয়ে ইফতার ও ঈদ উপহার বিতরণ
কারো নেই মা, কারো নেই বাবা। অনেকেই রয়েছেন স্বজনহীন। বিভিন্ন এতিমখানার এমন শতাধিক এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রমি ইফতারের আয়োজন করেছেন মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক প্রবাসী মো. মোশাররফ হোসেন বকাউল। এসময় উত্তর বাড়ৈগাঁও আশর্^াদিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং নারায়ণপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৬২ জন শিক্ষার্থীকে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী-পায়জামা বিতরণ করা হয়। এছাড়া খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী প্রদান করা হয়।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালে নারায়ণপুর বাজার এলাকায় মোশাররফ হোসেনের নিজ বাস ভবনে বিভিন্ন এতিম খানার এতিমদের নিয়ে ইফতার ও ঈদ উপহার বিতরণের এ আয়োজন করা হয়।
ইফতারের পূর্বে আলোচনা সভায় প্রবাস থেকে ভার্চুয়াললী বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মোশাররফ হোসেন বকাউল। ভার্চুয়াললী বক্তব্যে মোশররফ হোসেন বলেন, এতিমখানার পিতৃহীন শিশুরা জানেই না, সে কখন কোন বয়সে পিতাকে হারিয়েছে। অনেক সময় অভিভাবকহীন এসব পরিবারের শিশুরা জীবনের ছন্দ হারিয়ে দিক খুঁজে পায় না। শিশুর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে এতিমখানাকে উপযোগী মনে করেন তাদের পরিবার। আর এ এতিমরাই ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কুরআনে হাফেজ হিসেবে তৈরি হয়। তিনি বলেন, এমিতখানায় সব সময় তাদের ভাগ্যে ভালো খাবার জোটে না। তাই সমাজের বৃত্তবানরা এগিয়ে আসলে তাদের এই অভাব পূরণ হবে।
এসময় আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আলাউদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ঢালী, সাংগঠনিক সম্পাদক মোমিন মিয়াজী প্রমুখ।
মোশাররফ হোসেনের পক্ষে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণে সার্বিক সহযোগিতা করেন রুপারী বেগম ও ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক।