প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ১২:২৬
চাঁদপুরে ১৫০০ এতিম ও দুস্থ পেলেন দিলেন জেলা পুলিশ সুপারের ঈদ উপহার
চাঁদপুরের প্রায় ১৫০০ অসহায়, এতিম, দুস্থ ও তৃতীয় লিঙ্গ এবং গ্রাম পুলিশ সদস্যরা পেয়েছেন প্যাকেট ঈদ উপহার সামগ্রীর প্যাকেট।
পুলিশ সুপার, চাঁদপুর অন্যন্য উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার চাঁদপুর জেলার প্রত্যেকটি থানায় একযোগে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাশ শেডে চার শতাধিক অসহায়, এতিম, দুস্থ ও তৃতীয় লিঙ্গের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) ।
এ সময় তিনি বলেন , জেলা পুলিশের পক্ষ থেকে আমরা প্রতি বছর দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকি। ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেওয়াটুকু সৌভাগ্যের। আমরা সবসময় এতিম, দুস্থ, অসহায় মানুষ ও সুধিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করা চেষ্টা করি। এই ধারাবাহিকতায় চাঁদপুরের অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে জেলা পুলিশ, চাঁদপুর পরিবার তার সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি অসহায় মানুষের সুখ দুঃখের ভাগীদার হতে চাই। পবিত্র ঈদুল ফিতর উৎসব যেনো সকলে হাসিমুখে উদযাপন করতে পারি, তারই সামান্য প্রয়াস জেলা পুলিশের। এই মানবিক কার্যক্রমের ধারা ভবিষ্যৎ’তে ও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, চাঁদপুর।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।