শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩, ২৩:৩৭

ফরিদগঞ্জে জমে উঠেছে কাপড়ের মার্কেট, অলস সময় পার করছে কামারেরা 

এমরান হোসেন লিটন
ফরিদগঞ্জে জমে উঠেছে কাপড়ের মার্কেট, অলস সময় পার করছে কামারেরা 

করোনার কারণে গত দুই-তিন বছর ঈদের বাজার মোটেও জমেনি। এবার অবশ্য ভিন্ন চিত্র। ক্রেতাসাধারণের উপস্থিতিতে ফরিদগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলোর শপিংমল ও মার্কেটগুলো মুখরিত হয়ে উঠছে। বেচাকেনা জমে উঠায় ব্যস্ত সময় পার করছেন বিক্রয়কর্মীরা। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বাজারের শপিংমল মার্কেট, ও বাজারের বিভিন্ন চুল কাটার সেলুন  ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে অন্যদিকে একেবারেই অলস সময় পার করছে বিভিন্ন বাজারের কামারেরা। 

ফরিদগঞ্জ উপজেলা সদরের কলাবাগান মার্কেট, সিটি সুপার মার্কেট, তালুকদার মার্কেট, পাটোয়ারী মার্কেট, হল মার্কেট সহ অন্যান্য ছোট বড় মার্কেট ও দোকান গুলোতে বড়দের পাশাপাশি শিশুদের পোশাক সাজিয়ে রেখেছেন  দোকানিরা। গত কয়দিন সরোজমিনে মার্কেটগুলোতে ঘুরে ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া উপজেলার বাহিরে প্রত্যন্ত অঞ্চলের বাজার গুলোর মধ্যে রুপসা বাজার, গীতকালিন্দিয়া বাজার, কালির বাজার, গোয়াল ভাওর বাজার, খাজুরিয়া বাজার, পাটোয়ারী বাজার, মুন্সিরহাট সহ ছোট-বড় বাজারগুলোতে ক্রেতাসাধারণের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। তবে প্রত্যন্ত অঞ্চলের বাজাল গুলোর মধ্যে সবচাইতে বড় চান্দ্রা বাজারে ক্রেতা সাধারণের ভিড় লক্ষ্য করার মতো। কারণ চাঁদপুর জেলার মধ্যে, প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলোর মধ্যে চান্দ্রা বাজার সবচাইতে বড় বাজার। এছাড়া এ বাজারে কম মূল্য হতে অনেক বেশি দামের যেকোনো জিনিস পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। সে কারণে এ বাজারে ক্রেতা সাধারণের ভিড় একটু বেশি লক্ষ করা গেছে। এছাড়া বিভিন্ন বাজারের চোট-বড় চুল কাটার সেলুনে যুবক ছেলে ও বৃদ্ধদের পাশাপাশি ছোট ছোট শিশুদের চুল কাটার জন্য বিড় লক্ষ করা গেছে।   

সরেজমিনে দেখা গেছে, নতুন নামের থ্রি পিচ  গারারা, নারারা সারারা এবং শিশুদের জন্য ইন্ডিয়ান, চায়না পার্টি ফ্রক সহ বিভিন্ন দামে টু-পিস, থ্রি- পিস, ওয়ান-পিস, লেহেঙ্গা, সাবারা, শার্ট-প্যান্ট, বাসপা, টি-শার্ট, গরমে শিশুদের প্রশান্তির কথা ভেবে গেঞ্জি কাপড়ের টপ, টি-শার্ট, প্যান্ট এনেছে বিভিন্ন ব্র্যান্ড। মেয়ে শিশুদের জন্য সুতির টু-পিস, থ্রি-পিস, ফ্রকের বড় সংগ্রহ এনেছে ফ্যাশন হাউসগুলো।

ফরিদগঞ্জের কলাবাগান মার্কেটে মিথিলা জাহান বলেন, সন্তান ও আত্মীয়-স্বজনদের জন্য কাপড় কিনতে এসেছি। কিন্তু পোশাকের দাম অনেক বেশি। ঘুরে দেখেছি পছন্দ ও দাম ঠিক হলে কিনবো। সিটি সুপার মার্কেটের ক্রেতা জাহিদ বলেন, কাপড়ের দাম অনেক বেশি। গত কয়েক বছরের তুলনায় দ্বিগুণ দাম চাচ্ছে দোকানীরা। 

চান্দ্রা বাজারের দোকানদার নাছির বলেন, প্রতি বছরের মতো এবারও শিশুদের কাপড় বেশি বিক্রি হচ্ছে। আর গরমকে সামনে রেখে এবার কাপড়গুলোকে গরমে পরার উপযোগী করে তৈরি করা হয়েছে। দাম একটু বেশি হলেও কাপড়ের গুণগত মান ভালো ও আরামদায়ক। মুন্না, সুমন, রিপন নামের আরেক বিক্রেতারা বলেন, কাস্টমারের চাহিদা মতো বিভিন্ন পোশাক সাজিয়ে রেখেছি। বিভিন্ন দামের বিভিন্ন সাইজের পোশাক আনা হয়েছে। এবার বেচা বিক্রি মোটামুটি, তবে সামনে আরো বাড়বে বলে আশা করি। 

তবে বিভিন্ন মার্কেট ঘুরে মানুষের যে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে, তার বিপরীতে একেবারেই অলস সময় পার করতে দেখা গেছে বিভিন্ন বাজারের কামারেরা। ফরিদগঞ্জ ওয়াফদা গেইটের ভেতর কামার পট্টি, চান্দ্রা বাজার মিন্টুর কামারের দোকান সহ ফরিদগঞ্জের বিভিন্ন বাজারের কামারেরা একেবারেই অলস সময় পার করতে দেখা গেছে।  

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়