সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ১৯:৪৩

করোনায় ২৩৬ লাশের কাফন-দাফন ও ২৫ জনকে অক্সিজেন সেবা দিলো ইসলামী আন্দোলন চাঁদপুর

অনলাইন ডেস্ক
করোনায় ২৩৬ লাশের কাফন-দাফন ও ২৫ জনকে অক্সিজেন সেবা দিলো ইসলামী আন্দোলন চাঁদপুর

চাঁদপুরে এ পর্যন্ত করোনায় মৃত ২৩৬ লাশের কাফন-দাফন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার স্বেচ্ছাসেবক টিম। বর্তমানে চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মৃতের সংখ্যাও বাড়ছে, সেই সাথে আক্রান্ত রোগীর অক্সিজেন সেবার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত লাশের কাফন-দাফন এবং জরুরী অক্সিজেন সেবা প্রদানের লক্ষে নিরলসভাবে কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার স্বেচ্ছাসেবক টিম। ঝড়, বৃষ্টি এমনকি গভীর রাতেও ছুটতে হচ্ছে লাশের কাফন-দাফন কিংবা অক্সিজেন সেবা প্রদানের জন্য।

বর্তমানে চাঁদপুরে আক্রান্ত রোগীর জন্য অক্সিজেন সেবা প্রদানে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কিন্তু দুঃখজনক বিষয় হলো করোনাকালে সেবা দানে সিলিন্ডার রিফিল সংকট বিড়ম্বনায় পরতে হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনকে। একেতো রিফিল সংকট দ্বিতীয়ত প্রেসার কম থাকায় সেবা গ্রহন থেকে বঞ্চিত হচ্ছে আক্রান্ত ব্যক্তিরা। সংকট নিরসনে দ্রুততম সময়ে পদক্ষেপ গ্রহন করতে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়