প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ১৬:৫৬
চাঁদপুরে অ্যাস্ট্রাজেনেকার টিকার ২য় ডোজ দেয়া শুরু
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা টিকাদান কেন্দ্রের একটি বুথে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।
|আরো খবর
রোববার (৮ আগস্ট) সকালে ওই টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়। প্রথম দিন পাঁচ শতাধিকেরও বেশি এই টিকা দেয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন কার্যালয় টিকা ভবনের কর্মকর্তা সবুজ।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় অক অক্সফোর্ডের স্ট্রাইকার টিকার জন্য চাঁদপুর সর্বমোট ৭৭ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছিলেন। এরমধ্যে ৬০ হাজার জন প্রথম ডোজ এবং ৪৬ হাজার জন দ্বিতীয় টিকা নিতে পেরেছিলেন। পরবর্তীতে টিকা ফুরিয়ে যাওয়ায় প্রায় ১৪ হাজার মানুষ এই টিকার দ্বিতীয় ডোজ নিতে পারেননি।
অবশেষে গত শুক্রবার ১২ হাজার টিকা প্রাপ্তিতে বাদ পড়াদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা টিকা কেন্দ্রে আসলেই অক্সফোর্ডের এই টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন।