শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ২১:২৬

‘হ্যালো’ বলার সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

কামরুজ্জামান টুটুল
‘হ্যালো’ বলার সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

হাজীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মোজাম্মেল হোসেন (২৮) নামের এক ডেকোরেটর কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরি মন্দিরে মাইক ও সাউন্ড সিস্টেমের সাথে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। মোজাম্মেল ওই ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের হাফিজ উদ্দিন বেপারী বাড়ির তাজুল ইসলামের ছেলে। তিনি এক ছেলে সন্তানের জনক।

স্থানীয় ইউপি সদস্য আকতার হোসেন জানান, হরিপুর গ্রামের হরি মন্দিরে ডেকোরেশনের কাজ করছিলেন মোজাম্মেল হোসেন। তিনি সাউন্ড বক্সের সাথে মাইকের সংযোগের জন্যে বিদ্যুৎ সংযোগ দেন। এরপর সংযোগ চেক করতে গিয়ে তিনি মাইক হাতে নিয়ে ‘হ্যালো’ বলার সাথে সাথেই বিদ্যুতায়িত হয়ে মারাত্মকভাবে আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ নিহত মোজাম্মেলের মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে আসে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়না তদন্ত ছাড়া মোঃ মোজাম্মেল হোসেনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়