বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ১৬:৫০

চাঁদপুরে বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন,ডিসি-এসপির পরিদর্শন

চাঁদপুরে বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন,ডিসি-এসপির পরিদর্শন
মিজানুর রহমান

চাঁদপুরে “মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন, মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ০১ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন, হাজীগঞ্জ দ্বাদশ ইউনিয়ন পরিষদ নির্বাচন ১৬ই মার্চ,২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়।

এসব নির্বাচনের ভোট কেন্দ্র ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন চাঁদপুর জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার ও জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন।

বৃহস্পতিবার সকালে ভোটকেন্দ্রে আগত ও অবস্থানরত সাধারণ জনগণকে নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ অন্য কর্মকর্তাগণ। ভোটকেন্দ্রের আশেপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ'সহ নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের সর্বদা সজাগ দৃষ্টি ও তৎপরতার সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার।

নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সার্বিক তদারকিতে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত,সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো: আবুল কালাম চৌধুরী, ডিআইও-১ মো: মনিরুল ইসলাম, ওসি ডিবি শাহ কামালসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়