বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ২২:১২

শাহরাস্তিতে জুয়া খেলায় বাধা দেয়ায় সংঘর্ষে আহত ২

অনলাইন ডেস্ক
শাহরাস্তিতে জুয়া খেলায় বাধা দেয়ায় সংঘর্ষে আহত ২

চাঁদপুরের শাহরাস্তিতে জুয়া খেলায় বাধা দেয়ায় সংঘর্ষে উভয় পক্ষের ২ জন আহত হয়েছে। ১০ মার্চ (শুক্রবার) রাতে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, ওই গ্রামের আঃ রাজ্জাক গংয়ের পারিবারিক কবরস্থানের পাশে স্থানীয় কতিপয় যুবক জুয়া খেলছিলো। ওই সময় জুয়া খেলা বন্ধের উদ্দেশ্যে শংকরপুর সর্দার বাড়ির আবুল বাসার সর্দারের পুত্র ফরিদ সর্দার এলাকার যুবকদের নিয়ে তাদের বাধা দিতে যায়। ঘটনার এক পর্যায়ে এলাকাবাসী ও জুয়াড়িদের সংঘর্ষ বাধে। এতে ফরিদ সর্দার (৩৮) ও ওই গ্রামের মৃত আবদুল আঊয়ালের পুত্র আঃ জলিল (৪০) আহত হয়।

এ বিষয়ে আহত ফরিদ সর্দার জানান, তিনি এলাকার যুবকদের নিয়ে জুয়াড়িদের নিবৃত্ত করতে যান। ওই সময় আঃ জলিল, মৃত আঃ হাইয়ের পুত্র মোঃ শরিফ (৩০), মাসুদ আলমের পুত্র মোঃ ফারুক (৩৫), মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ সহিদ (৩৫) সহ অজ্ঞাতনামা ২/৩ জন জুয়াড়ি তাকে বেধড়ক মারধর করে তার বাম চোখের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত আঃ জলিলের সাথে যোগাযোগ করা হলে তিনি জুয়া খেলার সাথে যুক্ত ছিলেন না বলে জানান। কবরস্থানের পাশে জুয়া খেলারত যুবকদের ধাওয়া দিয়ে ফরিদ সর্দার তাকে একা পেয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়। এর ২/৩ দিন পূর্বে অজ্ঞাত চোর তার বোনের ঘর থেকে স্বর্ণালংকার ও টাকা পয়সা নিয়ে যায়। আমি এ ব্যাপারে আইনের আশ্রয় নিবো।

ওই গ্রামের মৃত আঃ রবের পুত্র আঃ রাজ্জাক জানান, এটি আমাদের পারিবারিক কবরস্থান। স্থানীয় কিছু যুবক গত ৪/৫ বছর যাবত এখানে জুয়া খেলে আসছে। তাদের শত বাধা দেয়ার পরও কোন ফল হয়নি। বসত ঘরের পাশ দিয়ে যাতায়াত এবং জুয়া খেলার আসর বসানোয় আমাদের মহিলাদের পর্দার ব্যঘাত ঘটছে।

ওই গ্রামের মাসুদ আলমের পুত্র ফারুক হোসেন জানান, ফরিদ সর্দার তার লোকজন নিয়ে এসে আকস্মিক খেলারত লোকদের মারধর শুরু করে।

স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান জানান, এলাকায় দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলছে। তাদের নিষেধ করলেও কোন কর্ণপাত করে না। মাঝে মধ্যে ফরিদ এলাকায় এসে তাদের বাধা দেয়ার চেষ্টা করে।

এলাকার বীর মুক্তিযোদ্ধা কাজী খোরশেদ আলম জানান, জুয়াড়িদের কারণে এলাকার উঠতি যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। তারা কেউ ভয়ে বাঁধা দিতে চায় না। ফরিদ তাদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছে। এ বিষয়ে আইন শৃংখলা বাহিনীর তৎপরতা বাড়ালে এলাকার পরিবেশ রক্ষা পাবে।

এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন জানান, এ ঘটনায় ফরিদের অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়