প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ২১:১৪
আমাদের গর্ব শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপির মাধ্যমে চাঁদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে -মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল
চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেছেন, চাঁদপুর পৌরসভার উন্নয়নে পৌরসভার নিজস্ব অর্থায়নসহ ২৬ কোটি টাকার কাজ হয়েছে। আমরা বেশ কিছু প্রকল্পের অর্থ বরাদ্দ পেতে যাচ্ছি। সে বরাদ্দ পেলে পৌর এলাকায় রাস্তা ঘাটের সকল কাজ করা হবে। আমরা পৌর নাগরীকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, একটি রাষ্ট্রের সরকার প্রধানকে থাকবেন, তার ওপর নির্ভর করে সে দেশের উন্নয়ন অগ্রযাত্রা। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন অগ্রযাত্রা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের চাঁদপুরের গর্ব শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপির মাধ্যমে চাঁদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে চাঁদপুরী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তিনি শিক্ষামন্ত্রী হওয়ার পর চাঁদপুরের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। তিনি সারা দেশের শিক্ষা ব্যবস্থা ব্যাপক উন্নয়ন করেছেন। তাই আগামী সংসদ নির্বাচনে ডা. দীপু মনিকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
তিনি বুধবার (১৫ই মার্চ) বিকালে পুরাণবাজার নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দ্বিতীয় পর্বের প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান ইমাম বাদশা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহব্বত হায়দার চৌধুরীর সভাপতিত্বে
স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা সুলতানা নাজমে আরা।
সহকারী শিক্ষক মানছুর আহমেদ ও মোঃ ইপ্তাজুল ইসলামের যৌথ পরিচালনায়
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান,
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নকিবুল ইসলাম চৌধুরী, মাইনুল হায়দার চৌধুরী,
বাহার হায়দার চৌধুরী,
শিক্ষানুরাগী সদস্য রফিকুল ইসলাম মিন্টু,৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব, ম্যানেজিং কমিটির সদস্য আঃ রশিদ খান,মোস্তফা কামাল মিয়াজী,মোঃ সেলিম মিয়া মুন্সী প্রমুখ।
এছাড়া বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল আমিন সরকার, মেহেদী হাসান, জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন, কাকলী আক্তার, আসমা আক্তারসহ সকল শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
ক্রীড়া পরিচালনায় বিপ্লব চন্দ্র দাস,সিনিয়র শিক্ষক শম্ভুনাথ নন্দী।