বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ১৯:৩৩

চাঁদপুর পালবাজার শ্রমিক ঐক্য পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
চাঁদপুর পালবাজার শ্রমিক ঐক্য পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট  কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বহু চেষ্টা ও প্রতীক্ষার পর অবশেষে এই প্রথম বারের মতো চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী পাল বাজার শ্রমিক ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ফারুক মৃর্ধার অক্লান্ত প্রচেষ্টায় পালবাজার শ্রমিক ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

১৫ মার্চ বুধবার দুপুরে পাল বাজার ফারুক মৃর্ধা ট্রেডার্সের নিচে শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউছুফ গাজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুব মহিলালীগের সভাপতি ৭,৮,৯-ওয়ার্ড কাউন্সিলর ফরিদা ইলিয়াস।

উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ লতিফ গাজী, চাঁদপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা,চাঁদপুর পৌর বাজার কমিটির সভাপতি ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিব দর্জি, চাঁদপুর পৌরসভার ১৩'১৪'১৫, নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর শাহিনা বেগম,জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন পাটওয়ারী, সাধারণ সম্পাদক সফর উদ্দিন মাষ্টার, চৌধুরী ঘাট ব্যবসায়িক সমিতির সাধারন সম্পাদক কবির খান চৌধুরী, ঘাট ব্যবসায়ি সমিতির উপদেষ্টা ইউনুছ খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরু কাজীসহ আরো অনেকে।

পরিচিতি সভায় শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা মানিক মাঝি, সরোয়ার হোসেন সেলিম ও মাহবুব তপাদারের পরিচালনায়

এসময় শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পালবাজার শ্রমিক ঐক্য পরিষদ সংগঠনের প্রতিষ্ঠাতা ও পালবাজার ব্যবসায়িক সমিতির যুগ্মসাধারণ সম্পাদক এবং পালবাজার কাঁচামাল আড়ৎ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফারুক মৃর্ধা।

পাল বাজার শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি কালা মাঝি, সাধারণ সম্পাদক হানিফ ঢালী সহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এসময় অতিথিবৃন্দের উপস্থিতিতে কমিটির সবাই পরিচিত হন।

পরে অতিথিদের মাঝে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন, সংগঠনের সদস্য মোঃ বাহার উদ্দিন।

সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বহু বছর পর এই প্রথম চাঁদপুর পাল বাজার শ্রমিক ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। শ্রমিকদের উন্নয়ন ও অসুস্থ শ্রমিকদের আর্থিক সহযোগিতা সহ ব্যবসায়ীদের সকল ধরনের কাজে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাই এই শ্রমিক ঐক্য পরিষদের মূল্য লক্ষ। কোন অপশক্তি যেন এই শ্রমিক ঐক্য পরিষদ ভাঙতে না পারে সেদিকে নজর রাখতে হবে। ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে শ্রমিক ঐক্য পরিষদ দুর্বার গতিতে এগিয়ে যাবে। শ্রমিকদের কল্যাণের কথা চিন্তা করে সকল সদস্যরা প্রতিদিন ২০ টাকা করে সঞ্চয় করে ভবিষ্যতের জন্য তাদের ভাগ্য উন্নয়ন করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়