প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ২০:১৩
চাঁদপুর, নোয়াখালী ও লক্ষীপুর বাসীর প্রাণের দাবি
গজারিয়া-মতলব সেতু নির্মাণের লক্ষ্যে পরিদর্শনে পরামর্শক দল
চাঁদপুর, নোয়াখালী ও লক্ষীপুর বাসীর প্রাণের দাবি গজারিয়া-মতলব সেতুর বাস্তবায়ন। সেতুটি নির্মাণ হলে চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালীর সাথে দ্রুত সড়ক যোগাযোগের উন্নতি হবে। এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সেতু মন্ত্রনালয়।
|আরো খবর
গজারিয়ার চরকালীপুর থেকে মতলব উত্তরের জামালপুর গ্রামের মধ্যে সেতু বাস্তবায়নের জন্য আজ ৭ আগষ্ট ২০২১ শনিবার সকাল ১১ ঘটিকার সময় সেতু মন্ত্রণালয়ের পরামর্শক দল পরিদর্শন করেন।
বাংলাদেশ সেতু মন্ত্রণালয়ের পরামর্শক দলের মধ্যে উপস্থিত ছিলেন মতলব উত্তর কালীপুর চৌধুরী বাড়ির কৃতি সন্তান ভিখারুদ্দৌলা চৌধুরী উপসচিব সেতু মন্ত্রনালয়, মোঃ তোফাজ্জল হোসেন প্রকল্প পরিচালক সড়ক ও সেতু বিভাগ, মোঃ আবুল হোসেন প্রধান প্রকৌশলী সেতু বিভাগ, মোঃ মনিরুজ্জামান নির্বাহী পরিচালক পরিকল্পনা এবং উন্নয়ন বিভাগ, মোঃ ওয়াহিদুজ্জামান উপ-প্রকল্প পরিচালক সেতু বিভাগ, সাইফুর রহমান প্রকল্প ইজ্ঞিনিয়ার সেতু বিভাগ, মোঃ আতিকুর রহমান নির্বাহী পরিচালক চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ, উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান মতলব উত্তর, আফরোজা হাবিব শাপলা সহকারী কমিশনার ভূমি মতলব উত্তর, রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী চেয়ারম্যান মতলব উত্তর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড, এ কে এম শরীফ উল্লাহ সরকার চেয়ারম্যান ১নং ষাটনল ইউনিয়ন পরিষদ, সলিম উল্লাহ বারী চৌধুরী সোহেল সাংগঠনিক সম্পাদক মতলব উত্তর উপজেলা যুবলীগ, মফিজুর রহমান চৌধুরী ভুলন সহ-সভাপতি ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।