প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ১৯:০৬
মতলবে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা
মতলব দক্ষিণ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উদযাপন কল্পে এক যৌথ সভা আজ ৬ আগস্ট বিকেলে স্বাস্থ্যবিধি মেনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বি.এইচ.এম কবির আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ নেতা রোটা. মোফাজ্জল হোসেন, কিশোর কুমার ঘোষ, কমল পোদ্দার, আঃ মতিন পাটওয়ারী, পারভেজ চৌধুরী হানিফ, তফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সুকুমার ঘোষ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার।
উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহ আলম খান, সাধারণ সম্পাদক আঃ মতিন মেম্বার, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) চান মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোটা. শ্যামল চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা গনেশ ভৌমিক, লোকমান হোসেন বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় দিবসটি উদযাপনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।