প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ১৮:৩৮
সুশৃঙ্খলভাবে খাদেরগাঁও ইউনিয়নে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু
ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন ভ্যাকসিনের সার্বিক কার্যক্রম তদারকি করেন। তিনি জানান আজ ৭ আগস্ট এক যোগে সারা দেশে গণটিকা প্রদান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে প্রথম দফায় আমার ইউনিয়নে ৬শ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমি আমার সদস্যদের সহায়তা নিয়ে স্বাস্থ্য বিধি অনুসরণ করে সুন্দর ভাবে তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করে দিচ্ছি। পরবর্তী ধাপে সরকারি নির্দেশনা মেনে টিকা প্রদান করা হবে।
ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন বলেন, সরকার করোনা মহামারি থেকে মানুষকে নিরাপদে রাখার জন্য গণটিকা কার্যক্রম চালু করেছে। ইউনিয়নের দোরগোড়ায় টিকা চলে আসায় এখানে বয়স্ক নারী-পুরুষ ও মুক্তিযোদ্ধাগণ অগ্রাধিকার পাবেন। তিনি আরও বলেন এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এবং উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় টিকা কার্যক্রমে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেন, ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো নজরুল ইসলাম ঢালি, ৭নং ওয়ার্ডের মেম্বার মো. ইকবাল হোসেন হাওলাদার , ৮নং ওয়ার্ডের মেম্বার শেখ ফজলুল করিম সেলিম, ৯ নং ওয়ার্ডের মেম্বার মো. হাবীব উল্লাহসহ অন্যান্য সদস্যগণ। এছাড়া আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন মতলব দক্ষিণ থানা পুলিশ ও আনসার সদস্যগণ। সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চলবে।
উল্লেখ্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে এই টিকা প্রদান কার্যক্রম চলে আসছে। তা এখনো বলবৎ রয়েছে। যারা টিকা গ্রহনের জন্য রেজিস্ট্রেশন করিয়েছেন তারাই শুধু নির্ধারিত তারিখ অনুযায়ী এই ভ্যাকসিন গ্রহন করতে পারবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে। সরকার অতিদ্রুততম সময়ের মধ্যে অধিক সংখ্যক মানূষকে এই টিকার আওতায় আনার লক্ষ্যে এই গণটিকা কার্যক্রম চালু করেছেন।