বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ১৯:৪৬

বলাখাল চন্দ্রবাণ উবি"তে বর্নাঢ্য আয়োজনে  সুবর্ণজয়ন্তী পালিত

কামরুজ্জামান টুটুল
বলাখাল চন্দ্রবাণ উবি

ব্যাপক আর বর্নাঢ্য পরিসরে হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবাণ উচ্চ বিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।। ৫০ বছর (১৯৭৩-২০২৩) পূর্তি উপলক্ষে শনিবার (৪ মার্চ) দিনব্যাপী বিদ্যালয় মাঠে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানেন সকালের পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক কেক কেটে, বেলুন ও পায়রা (কবুতর) উড়িয়ে সুবর্ণজয়ন্তীর উদ্বোধন করেন।

এর পরেই অতিথিবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাস থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বলাখাল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

দুপুরের পর বিদ্যালয় মাঠে গুণীজন, প্রাক্তণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সংবর্ধিত অতিথিবৃন্দ, বিদ্যালয়ের প্রাক্তণ ও বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. মো. বিল্লাল হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুল হক, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বক্তব্য রাখেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ সভাপ্রধানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রধান শিক্ষক মো.দেলওয়ার হোসেনের সঞ্চালনে বক্তব্য শেষে বিদ্যালয় সংশ্লিষ্ট প্রয়াতদের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, শিক্ষক মাওলানা মো. জাকির হোসেন।

দুপুর থেকে বিকাল পর্যন্ত আমন্ত্রিত শিল্পী, শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী সুবর্ণজয়ন্তী এ অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সুবর্ণজয়ন্তী বাস্তবায়ন কমিটির পরিচালনা পর্ষদের আহবায়ক সমীর লাল দত্ত ও শিক্ষকদের পক্ষে বেগম নূরে হাসনাসহ অন্যান্য সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য রাধাকান্ত রাজু, সুবাস চন্দ্র সরকার, কামরুল ইসলাম খাঁন, মাহবুবুর রহমান, কামরুন নাহারসহ সকল শিক্ষকদের সার্বিক সহযোগিতায় সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন, শিক্ষার্থী আল সাহারা শাহী, রঞ্জিতা পাল ফ্রোরা ও সানজিদা ইসলাম ইকরা। বিদ্যালয়েরর পুরো মাঠ জুড়ে টানানো সামিয়ানা ভরপুর হয়ে যায় সাবেক ও বর্তমান নানন বয়সি শিক্ষার্থীদের অংশ গ্রহনে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়