প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৬
চাঁদপুরে ঘাটে লঞ্চ বাঁধা নিয়ে দুই লঞ্চের কর্মীদের হাতাহাতি, যাত্রীরা আতঙ্কে
ঘাটে লঞ্চ বাঁধা নিয়ে চাঁদপুর লঞ্চঘাটে রফরফ-৭ ও আবে জমজম-৭ লঞ্চের কর্মীদের মধ্যে হাতাহাতির হয়েছে । মঙ্গলবার বেলা ১২টার পর এ ঘটনা ঘটে। এতে লঞ্চ ঘাটে আসা ঢাকামুখী যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।
|আরো খবর
গোলযোগের খবর পেয়ে তাৎক্ষণিক নৌ পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চাঁদপুর বিআইডব্লিউটিএর পরিদর্শক শাহ আলম বলেন, ‘দুই লঞ্চের কর্মচারীদের মধ্যে ঘাটে লঞ্চ বাঁধার তুচ্ছ ঘটনা নিয়ে হট্টগোল হয়। আমরা পরবর্তী সময়ে দুটি লঞ্চের যাত্রা বাতিল করে অন্য একটি লঞ্চে ঢাকামুখী যাত্রীদের পার করি।’
বন্দর ও পরিবহন কর্মকর্তা জানান,রফরফ-৭ নতুন সময় সূচি পেয়েছে। বেলা ১২ঃ২৫ মিনিটে লঞ্চটি চাঁদপুর হতে ঢাকা ছেড়ে যাবে।অপর দিকে দুপুর ১ টায় আবে-জমজম ৭ ছেড়ে যাবে।এ দুটি লঞ্চের ঘাটে অবস্থান এবং যাত্রী উঠানোর শৃঙ্খলা বজায় না রাখলে আমরা উভয়েই লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ঘটনার পরপর স্টাফদের আমরা নিভৃত করে ঘাটের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হই।এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।