বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩১

চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা

হাছান খান মিসু
চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাবুরহাটস্থ চাঁদপুর জেলা পুলিশ লাইন মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ অব ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি তাঁর বক্তব্যে বলেন চাঁদপুর জেলা পুলিশের বর্নাঢ্য ক্রীড়া প্রতিযোগীতা ও সাজসজ্জা অত্যন্ত মনোমুগ্ধকর ছিল। বাংলাদেশ পুলিশ ক্রীড়া প্রতিযোগীতায় বর্তমানে জাতীয় পুরস্কার সহ আন্তজার্তিক পুরস্কার অর্জন করছে। বাংলাদেশ পুলিশ অলিম্পিকেও ভালো সুনাম অর্জন করেছে। এছাড়াও আইজিপি চাঁদপুরের রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ এবং সাংবাদিকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ মহিলা কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি ডাঃ তৈয়্যবা মুসাররাত জাঁহা চৌধুরী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল আইজি কামরুল হাসান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম।

জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) এর সভাপ্রধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অশিত বরন দাস, পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মোঃ নুর খান, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ কুদ্দুছ, হাজীগঞ্জ পৌর মেয়র আফম মাহবুব উল আলম লিপন, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটোয়ারী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি মো জাহাঙ্গীর আখন সেলিম, সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ডা. এস এম শহীদুল্লাহ, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পুলিশ সুপার পিবিআই চাঁদপুর।

চাঁদপুর পুলিশ মহিলা কল্যাণ সমিতির (পুনাক) সভপতি ডা. শর্মিলা আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ অপস্) পলাশ কান্তি নাথ সহ চাঁদপুর বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়