প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৯
হাজীগঞ্জে জন্মস্থান ঘুরে গেলেন মার্কিন সিনেটর মাসুদুর
হাজীগঞ্জের সোনাইমুড়ি গ্রামে নিজ জন্মস্থান ঘুরে গেলেন মার্কিন সিনেট মো: মাসুদুর রহমান। একই দিন তিনি শৈশব কালের নিজ বিদ্যাপীঠ বেলচোঁ উচ্চ বিদ্যালয় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন। নিজ বাড়িতে মায়ের কবরসহ পারিবারিক গোরস্থানের সামনে দ্বাড়িয়ে কবর জিয়ারত করেছেন তিনি। প্রায় দুই ঘন্টা নিজ গ্রামে অবস্থান শেষে গ্রামের বাড়ি এলাকা ত্যাগ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের (আমেরিকা) কানেকটিকাট অঙ্গরাজ্যের সিনেট সদস্য মো: মাসুদুর রহমান রোববার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন।
বক্তব্যে মাসুদুর রহমান ছোট বেলার স্মৃতি রোমন্থনরকরে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিশ্রমের কোন বিকল্প নেই। প্রায় ২৫ বছর আগে আমি আমেরিকা যাই। সেখানে গিয়ে কাজের পাশাপাশি কমিউনিটির সবধরনের মানুষকে সহযোগিতা করা শুরু করি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের আইন তৈরি করি আর সেই আইন আমেরকাবাসী মেনে চলে। এটা বহু বছরের পরিশ্রমের ফসল। তোমার পরিশ্রম করো সফলতা তোমাদের আসবেই।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আহসান হাবিবের সভাপ্রধানে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মো. মাসুদুর রহমান, বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমাস, সংবর্ধিত অতিথির বড় ভাই ও বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরাসার সহ-সভাপতি লোকমান হোসেন দুলাল।
অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. দুলাল মিয়াজী, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শরীফুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ।
সহকারী শিক্ষক জান্নাতুল বাকির সঞ্চালনে অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. নুরুন্নবী, অহিদুল ইসলাম মোহন, শহীদুল্লাহ আলফু, জয়দেব পাল, সিনিয়র শিক্ষক মানিক চন্দ্র শীলসহ অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন বেলা তিনটায় বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রি) মাদরাসা পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন মার্কিন সিনেটর মো. মাসুদুর রহমান। তিনি হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা।