প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৫
আজ চাঁদপুর সরকারি কলেজর ৭৫ বছর পূর্তি ও পুনমিলর্নী উৎসব শুরু
চাঁদপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও পুনমিলর্নী ২০২৩ ‘প্লাটিনাম জয়ন্তী উৎসব’ আজ শুক্রবার শুরু হচ্ছে। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি কলেজ প্রাঙ্গণ ও চাঁদপুর স্টেডিয়ামে হবে দুই দিনব্যাপী এই উৎসব। অনুষ্ঠানকে ঘিরে কলেজ ক্যাম্পাস বর্ণাঢ্য রূপে সাজানো হয়। চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় এখন মুখরিত চাঁদপুর শহর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
|আরো খবর
দুই দিন ব্যাপী অনুষ্ঠান সূচি: ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় শুভেচ্ছা উপহার বিতরণ, স্থান চাঁদপুর স্টেডিয়াম, বিকেল ৩টায় উৎসব প্রাঙ্গণে প্রবেশ ও শুভেচ্ছা বিনিময়, বিকেল ০৪:৩০মিনিটে চা চক্রে অংশগ্রহণ, সন্ধ্যা ০৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ০৯ টায় নৈশভোজ, ২৫ ফেব্রুয়ারি সকাল ০৮:১৫ মিনিটে কলেজ প্রাঙ্গন থেকে স্টেডিয়াম পর্যন্ত আনন্দ শোভাযাত্রা, সকাল ০৮:৪৫ মিনিটে সকালের নাস্তা, ০৯:৪৫ মিনিটে উদ্বোধন অনুষ্ঠান, সকাল ১০:৪০ মিনিটে স্মরণিকা ও তথ্যপঞ্জির মোড়ক উন্মোচন, সকাল ১০:৪৫ মিনিটে তথ্য ও চিত্র প্রদর্শন, সকাল ১০:৫৫ মিনিটর প্রক্তণ শিক্ষার্থী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সকাল ১১:১০ মিনিটে চা চক্র, সকাল ১১:২৫ মিনিটর কলেজ নিয়ে প্রাক্তণ শিক্ষার্থীদের ভাবনা, বেলা ১২:০০ মিনিটে বর্তমান শিক্ষার্থীদের প্রতিভা উপস্থাপন, দুপুর ০১:০৫ মিনিটে মহ্নান্ন ভোজ, বিকেল ০৩টায় স্মৃতিচারণ, বিকেল ০৪টায়, র্যাফেল ড্র ও ক্রীড়াপ্রতিযোগিতা, বিকেল ০৪:৩০ মিনিটে চা চক্র, সন্ধ্যা ০৬ টায় সাংস্কৃতিক সন্ধ্যা ও রাত ১০:৩০ মিনিটে সমাপনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
উল্লেখ্য উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ৭৫জন নারী ও পুরুষ শিল্পীর সমন্বয়ে সমবেত জাতীয় সংগীত ও দেশাত্ববোধক গান তার সাথে আরও ২৫জন নৃত্য শিল্পী নাচ পরিবেশন করবেন। জমকালো এ আয়োজনে দেশের সেরা লাইট ও সাউন্ড নিয়ে প্রথমদিন মঞ্চ মাতাবেন দেশের সেরা কাওয়ালি শিল্পী সমির কাওয়াল, দেশ বিদেশের মঞ্চ মাতানো কন্ঠ শিল্পী সাবিনা ইয়াসমিন ও আধুনিক কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি এবং দেশের সেরা মিউজিক দল ইমন চৌধুরী। এছাড়া দ্বিতীয় দিন একই মঞ্চ সংগীত পরিবেশন করবেন, ভারতবর্ষের সেরা বাংলার গায়েন নচিকেতা,দেশের অন্যতম সেরা ব্যান্ডদল শিরোনামহীনসহ আরও অনেকে।