প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ২২:২৫
অক্সিজেন সহায়তায় এগিয়ে এলো আল-আমিন ক্রীড়া চক্র
মতলবের ঐতিহ্যবাহী আল আমিন ক্রীড়া চক্র করোনা রোগীদের চিকিৎসার সেবার জন্য অক্সিজেন সহায়তায় দেয়ার লক্ষ্যে জরুরী সভা অনুষ্ঠিত হয়। আজ ৬ আগস্ট সন্ধ্যায় আল-আমিন ক্রীড়া চক্রের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত।
|আরো খবর
আল আমিন ক্রীড়া চক্রের সভাপতি এসএম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ক্লাবের কর্মকর্তা গোলাম মোস্তফা কাদরী, লায়ন দেওয়ান সুরুজ, মোজাম্মেল হক, আমির খসরু, সোহাগ পাঠান, মনির হোসেন, দৈনিক সমকালের মতলব প্রতিনিধি ইকবাল হোসেন, সহকারী শিক্ষক আক্তার হোসেন, দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ রোটা. রেদওয়ান আহমেদ জাকির, রোটার্যাক্ট মোঃ হাবিবুর রহমান, রোটার্যাক্ট তানভীর হোসেন, রোটার্যাক্ট ইমন, নূরে আলম, মোতাছির হোসেন শান্ত প্রমুখ।
ক্লাবের সভাপতি এসএম সেলিম জানান, করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসা সেবায় অক্সিজেন সিলিন্ডার সহায়তা শুরু করতে যাচ্ছে ক্লাবটি। আগামীকাল থেকে ক্লাবের নিজস্ব ব্যবস্থানায় জরুরী সেবার মাধ্যমে রোগীদের জীবন বাঁচাতে চিকিৎসকদের পরামর্শে এ সেবা চালু হবে।