প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫২
চাঁদপুরে বিপি ও স্কাউট দিবস পালন
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের জম্ম দিবস ও স্কাউট দিবস পালনকরা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় জেলা স্কাউট সম্মুখ থেকে র্যালী বের করা হয়।
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল কোমলমতি বালকেরা তাঁর নামের দু'টো আদ্যাক্ষর নিয়ে ডাকতো বি.পি. বলে। সেই থেকে তিনি সারাবিশ্বে স্কাউটদের কাছে বি.পি. নামে পরিচিত। ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনের হাইড পার্কে তার জম্ম হয় । তার পিতার নাম প্রফেসর রেভারেন্ড এইচ, জি, ব্যাডেন পাওয়েল।তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ও বৈজ্ঞানিক ছিলেন। বি.পি.র মাতা ছিলেন ব্রিটিশ এডমিরাল ডবিণ্ঢউ. টি. স্মিথের কন্যা হেনরিয়েটা গ্রেস। বি.পি. সাত ভাই বোনের মধ্যে পঞ্চম ছিলেন। মাত্র তিন বছর বয়সের সময় ১৮৬০ সালে তার পিতা মারা যান। স্কাউট প্রতিজ্ঞা ও আইনকে ভিত্তি করে প্রতিষ্ঠিত মূল্যবোধ উম্মেষের মাধ্যমে যুব সম্প্রদায়ের বিষয়ে অবদান রাখাই হচ্ছে “মিশন অব স্কাউটিং”।