প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১১
চাঁদপুরে যাথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
চাঁদপুর জেলায় ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত হয়েছে।
|আরো খবর
এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে "আমার ভাইয়ের রক্তে রাঙানো" গানের সাথে সাথে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এর পর ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে হাতে ফুল, কালো ব্যাজ ধারণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রাজনৈতিক দল ও সংগঠন এবং আপামর জনতা। একুশের প্রথম প্রহর থেকে এ শ্রদ্ধা নিবেদন শুরু হয়।সকালে প্রভাত ফেরি করে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরের সর্বত্র একুশে উদযাপিত হয়েছে।