বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৮

কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অনলাইন ডেস্ক
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কচুয়ায় ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানো হয়।

২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, কচুয়া পৌরসভার পক্ষে পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কমান্ডার আ: মবিন ও ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি মো. শাহজাহান শিশির ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা ভূমি প্রশাসনের পক্ষে সহকারি কমিশনার (ভুমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ মো. ইব্রাহিম খলিল, পাক্ষিক কচুয়া কণ্ঠের পক্ষে প্রধান সম্পাদক মো. শরিফুল ইসলাম মিঠু, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির পক্ষে সভাপতি জাকির হোসেন বাটা ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কচুয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি আলমগীর তালুকদার ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, উপজেলা যুবলীগের পক্ষে সভাপতি নাজমুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, ছাত্রলীগের পক্ষে আহবায়ক সালাউদ্দীন সরকার ও যুগ্ম-আহবায়ক শাকিল মুন্সি, আলোর মশাল সামাজিক যুব সংগঠনের পক্ষে সভাপতি ওমর ফারুক সাইম, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পক্ষে স্টেশন অফিসার, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষে শিক্ষকবৃন্দ, কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের পক্ষে অধ্যক্ষ আমির হোসেন মজুমদার প্রমূখ।

এদিকে সকালে সূর্যোদয়ের সাথে সাথে ভাষা শহীদদের স্মরনে সকল সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অমর শহীদের স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেন প্রমূখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিন সকল মসজিদ, মন্দিরে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে নিজ নিজ ব্যবস্থাপনায় স্ব-স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়