প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ২০:২০
ফরিদগঞ্জে বিআরডিবি চেয়ারম্যানের মাক্স বিতরণ
করোনাভাইরাস এর ভয়াবহতা থেকে জনগণকে রক্ষা করতে বিআরডিবি ফরিদগঞ্জের চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বিভিন্ন সংগঠনের মাধ্যমে মাক্স বিতরণ অব্যাহত রেখেছেন। শুক্রবার (৬আগস্ট)বিকালে তিনি ঢাকাস্থ ফরিদগঞ্জ প্রাক্তন ছাত্রলীগ ফোরামের নেতৃবৃন্দের হাতে ৫ হাজার সার্জিক্যাল মাক্স এবং ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে ১ হাজার সার্জিক্যাল মাক্স তুলে দেন।
|আরো খবর
বিআরডিবির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল জানান, জনগণকে মাক্স পড়ার ক্ষেত্রে বিভিন্ন সংগঠনের মাধ্যমে উদ্বুদ্ধ করতে এই মাক্স বিতরণ অব্যাহত রেখেছেন।
এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, ঢাকাস্থ প্রাক্তন ছাত্রলীগ ফোরামের সভাপতি মুনির হোসেন, সাধারণ সম্পাদক বেনজির আহমেদ সুমন,বঙ্গবন্ধু গবেষণা পরিষদ এর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, ঢাকাস্থ ফরিদগঞ্জ প্রাক্তন ছাত্রলীগ ফোরামের সহসভাপতি শফিকুর রহমান, ফারুক আহমেদ, রসু মিয়া হৃদয়, যুগ্মসম্পাদক মজিবুর রহমান, সদস্য সুমন মাহমুদ প্রমুখ।