প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ১৯:৫৬
রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জসিম উদ্দীনের স্বপরিবারে করোনায় আক্রান্ত
চাঁদপুরের অন্যতম সমবায়ী প্রতিষ্ঠান চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সমবায়ী মোঃ জসিম উদ্দিন শেখ সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন।
|আরো খবর
তিনি করোনা প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমসহ করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বেশ কিছু সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সহযোগীতার হাত বাড়িয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। ইতিমধ্যে তাঁর শারীরিক অসুস্থতা বোধ করায় চিকিৎসকের পরামর্শে তিনি ও তাঁর স্ত্রী, সন্তানদের করোনা নমুনা টেস্টে করলে সকলের টেস্ট রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে পরিবারের সকলে চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।