প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ১৯:৪১
ফরিদগঞ্জে অক্সিজেন দ্যা এক্সপ্রেস এর যাত্রা শুরু
করোনা মহামারিকালে ঢাকাস্থ ফরিদগঞ্জ প্রাক্তন ছাত্রলীগ ফোরামের উদ্যোগে উর্মি গ্রুপ ও সংযোগ-এর সহযোগিতায় ফরিদগঞ্জে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে অক্সিজেন সেবা “দ্যা অক্সিজেন এক্সপ্রেস ’ যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। সংগঠনের সভাপতি মুনীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
|আরো খবর
ঢাকাস্থ ফরিদগঞ্জ প্রাক্তন ছাত্রলীগ ফোরামের সাধারণ সম্পাদক বেনজির আহমেদ সুমনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: কামরুল হাসান , ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুষ ছোবহান লিটন, জেলা পরিষদ সদস্য মশিউর রমান মিঠু, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ এর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, ঢাকাস্থ ফরিদগঞ্জ প্রাক্তন ছাত্রলীগ ফোরামের সহসভাপতি শফিকুর রহমান, ফারুক আহমেদ, রসু মিয়া হৃদয়, যুগ্মসম্পাদক মজিবুর রহমান, সদস্য সুমন মাহমুদ প্রমুখ।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের জন্য পিপিই এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের জন্য দুইটি অক্সিজেন সিলিণ্ডার হস্তান্তর করছেন ফরিদগঞ্জ প্রাক্তন ছাত্রলীগ ফোরামের নেতৃবৃন্দ।