বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৬

ফরিদগঞ্জে বাংলা ইশারায় ভাষা দিবসের আলোচনা সভায়

বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর ভাষা বুঝার কাজ করতে হবে

অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান

শামীম হাসান
বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর ভাষা বুঝার কাজ করতে হবে
ফরিদগঞ্জে বাংলা ইশারায় ভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আ্যডঃ জাহিদুল ইসলাম রোমান।

যখন মানুষ প্রকৃতির কাছে অসহায় হয়ে পরে কিংবা বয়োজ্যেষ্ঠতার কারনে আবার কখনো কখনো দুর্ঘটনাজনিত কারণে বিশেষ চাহিদা সম্পন্ন হয়ে পড়ে তখনই তারা এখানে ছুটে আসে। যে প্রত্যাশা নিয়ে তারা এখানে আসে, এখানে আসা মানুষগুলোর শতভাগ সেবা নিশ্চিত করতে হবে। এই প্রতিষ্ঠানটি থেকে উপজেলা পর্যায়ে প্রতিবন্ধি মানুষদের যে সেবা দেয়া হয় তা যেন কল্পনার মতো। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য প্রধানমন্ত্রীর এমন জনবান্ধন সরকারি কার্যক্রম প্রশংসনীয়। সুদূর শহরে না গিয়ে ঘরের দৌড়গোড়ায় প্রতিবন্ধিদের এমন সেবা পৌঁছে দেয়া দেশনেত্রীর অবদানের সুফল। এখন প্রতিবন্ধিরা সকল ক্ষেত্রে বিচরণ করছে। এই বিচরণটুকু আরো গতিশীল করতে প্রতিবন্ধি মানুষগুলোর সহযোগিতার মনোভাব নিয়ে পাশে দাঁড়াতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো সেবা প্রধানের জন্যে প্রতিবন্ধিরা যখন বুঝবে তাদের অবহেলা করা করা হচ্ছে না, তখন তারা এগিয়ে যাওয়ার সাহস পাবে।

সকল মানুষের প্রতিভা বিকাশে আমাদের নিবিড় পরিচর্যা করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর ভাষা বুঝা এবং তাদের বুঝানোর জন্যে আমাদের সকলকে কাজ করতে হবে। ফরিদগঞ্জে বাংলা ইশারায় ভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আ্যডঃ জাহিদুল ইসলাম রোমান।

‘বাংলা ইশারা ভাষার প্রচলন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন’ এমন স্লোগানকে সামনে রেখে প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের অফিস সহায়ক মোহাম্মদ শরীফুল্লার সঞ্চালনায় ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র ও জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ফরিদগঞ্জে প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের ডাঃ একেএম লোকমান হেকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডাঃ পিএল সাহা প্রিতম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ক্লিনিকাল ফিজিওথেরাপিষ্ট ডাঃ নুসরাত ইয়াসমিন, টেকনিশিয়ান তাফাজ্জ্বল হোসেনসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়