প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ২০:৪৪
বাকিলাতে জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্প

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের বাখরপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকিলা ইউনিয়ন শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে বাখরপাড়া মডেল মাদরাসা হলরুমে এ ক্যাম্প সম্পন্ন হয়। চিকিৎসাসেবা শুরুর পূর্বে আয়োজিত আলোচনা সভায় দাঁড়িপাল্লার পক্ষে দোয়ার আয়োজন করা হয়।
|আরো খবর
'সুস্থ দেহ, সুন্দর মন, দেশ বিনির্মাণের আন্দোলন' স্লোগানে আয়োজিত ক্যাম্পে স্থানীয় অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের প্রায় দেড়শ' রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু তাহের। এ সময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর কাজী শরীফুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাকী।
এ সময় স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








