প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ১৮:৫২
চাঁদপুরে এডাবের সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার

চাঁদপুর জেলা এডাবের আয়োজনে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ জানুয়ারি সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
|আরো খবর
- ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক
- ইংরেজি ভাষা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষক যুগান্তকারী শিক্ষার্থী গবেষণা সেমিনারের আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার
তিনি তাঁর বক্তব্যে বলেন, বৃহৎ জনগণগোষ্ঠীকে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যেতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নিজের অধিকারের প্রতি সচেতন থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা উন্নয়ন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।
ইউএনও আরো বলেন, আমাদের দেশে অনেকেই বলে নারীরা পিছিয়ে আছে, আসলে তা সত্যি নয়। নারীরা এখন বাংলাদেশের সর্বক্ষেত্রে সম-অধিকার নিয়ে এগিয়ে আছে। বর্তমানে শুধু নারীদের নয়, সব সম্প্রদায়ের অধিকার নিয়ে সরকার কাজ করছে। সকলের সমঅধিকার নিশ্চিত করতে হলে নিজের চিন্তা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।
এডাব চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সেলিম পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, এডাব চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মোঃ ফোরকান, সদর সহকারী সমাজসেবা অফিসার মোঃ সফিকুর রহমান প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন এডাব কার্যকরী সদস্য মমতাজ উদ্দিন মিলন। সেমিনারে সম-নাগরিকত্বের বিষয়বস্তু উপস্থাপন করা হয়। এসময় সেমিনারে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।