প্রকাশ : ০৫ আগস্ট ২০২১, ১৭:১৯
ফরিদগঞ্জের গুপ্টিতে চলছে অবৈধ ড্রেজার, জনমনে ক্ষোভ
ফরিদগঞ্জে লকডাউনের সুযোগে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চলছে অবৈধ ড্রেজার। এই নিয়ে জনমনে চলছে ব্যাপক ক্ষোভ। সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫নং গুপ্টি ইউনিয়নের ভোটাল গ্রামের মন্দার বাড়ির পূর্ব পাশে সাবেক মেম্বার আবু তাহের বাড়ির সামনে ২টি ড্রেজার মেশিন লাগিয়ে প্রায় ১০ লক্ষ টাকার বালি উত্তোলন করছে এলাকার প্রভাবশালী মহল। এ সময় ক্ষোভ প্রকাশ করে স্হানীয়রা জানান, আমরা এলাকাবাসী বিশেষ প্রয়োজনে বালি উত্তোলনের জন্য ইউএনও ও পুলিশ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও নিজস্ব জায়গা থেকে বালু উত্তোলনের অনুমতি পাই না। কিন্তু সরকার দলীয় কিছু প্রভাবশালী নেতা প্রশাসনকে ঘুমে রেখে, লকডাউনের সুযোগ নিয়ে ফসলী জমি ও বাড়ির দীঘি থেকে বালিউত্তোলন ও ড্রেজিংয়ে সহযোগীতা করছে। এবং লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে। সরকারদলীয় এই প্রভাবশালী নেতাদের হুমকির কারণে আশপাশের জমির মালিক ও বাড়ির মালিকরা কোনরকম প্রতিবাদও করতে পারে না। ভোটালের এই দীঘিতে ড্রেজিংয়ের কারণে আশপাশের বাড়ি ঘর ভাঙ্গার আশংকা রয়েছে। এলাকাবাসীর দাবি উপজেলা প্রশাসন এই বিষয়ে তড়িৎ ব্যবস্থা নিবেন বলে তাদের বিশ্বাস। উপজেলার সহকারী কমিশনার ভুমি শারমিন আক্তার জানান. যারা অবৈধ ড্রেজার চালিয়ে বালিউত্তোলন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে তিনি এই প্রতিনিধিকে আশ্বস্ত করেন।