রবিবার, ৩১ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ০৯:৪৯

আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করলেন খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান

মুহাম্মদ আরিফ বিল্লাহ
আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করলেন খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান

মতলব দক্ষিণে ৩নং খাদেরগাঁও ইউনিয়নের খাসচর আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করে উপকার ভুগীদের খোঁজখবর নিলেন ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার। গতকার শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের খাসচর এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় নির্মিত ও হস্তান্তরিত আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন কালে তিনি উপকার ভুগীদের খোঁজ খবর নেন এবং সবসময় তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল কাইয়ুম মুন্সি, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মজিদ প্রধান, ইউপি সদস্য তাপস সরকার, কাউছার আলম প্রধান, খোকন দেওয়ানজী, খন্দকার মোস্তফা কামাল, শামীম মিয়াজীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা। পরিদর্শণ শেষে আশ্রিতদের মাঝে নিজ উদ্যোগে খাবার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান।

পরিদর্শণকালে ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার সদ্য নির্মিত ও হস্তান্তরিত আশ্রয়ন কেন্দ্রের ঘর সমূহ পরিদর্শন করে সেখানে বসবাসরত ভূমিহীন লোকদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রতি দিয়েছেন পর্যায়ক্রমে প্রতিটি গৃহহীন পরিবারকে আশ্রয়ের ব্যবস্থা করবেন। আপনারা প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রতির অংশ হিসেবে রান্নাঘর সহ দুটি করে বসবাসের ঘর উপহার পেয়েছেন। আপনাদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সচেষ্ট রয়েছে। তারপরও যদি আপনাদের খাদ্য সহ কোন প্রকার সহায়তার প্রয়োজন হয় আমি আপনাদের পাশে আছি এবং থাকবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়