বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২১, ১৩:৫২

ফোন পেলেই অক্সিজেন সিলিল্ডার নিয়ে ছুটে যান তারা

প্রবীর চক্রবর্তী
ফোন পেলেই অক্সিজেন সিলিল্ডার নিয়ে ছুটে যান তারা

করোনা ভাইরাসে সংক্রমতি জেলা গুলোর মধ্যে সংক্রমনের দিক থেকে এখন পর্যন্ত চাঁদপুর জেলা শীর্ষে। ইতিমধ্যেই জেলাকে রেড জোন ঘোষনা করা হয়েছে। প্রতিদিন করোনা ও করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা ১০ জনের কাছাকাছি। করোনা আক্রান্ত ও উপসর্গে ভোগা রোগীদের প্রতিনিয়ত লাগছে অক্সিজেন সেবা। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো অক্সিজেন সেবা দিতে হিমশিম খাচ্ছে।

বৃহৎ জনসংখ্যা অধ্যুষিত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সংক্রমণের দিকে জেলার দ্বিতীয় অবস্থানে। স্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের ভিড় । এমন অবস্থায় অক্সিজেন সংকটে ভোগা রোগীদের জন্য ফরিদগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে অন্তত ২১টি সংগঠন অক্সিজেন সেবা নিয়ে গত দুই সপ্তাহ ধরে কাজ করে চলেছেন। প্রতিদিন এ সংগঠনের সদস্যরা দিন রাত ২৪ ঘন্টা স্বেচ্ছাশ্রম দিয়ে চলছেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী উপজেলায় মোট ২১টি সংগঠন তাদের অক্সিজেন সেবা দিচ্ছে। এগুলো হলো: ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ ব্লাড ডোনেশন ক্লাব, হ্যালো ছাত্রলীগ-ফরিদগঞ্জ ,১১ নং ইউনিয়ন আলোকিত সেবা টিম ,সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ, মানবসেবা ব্লাড ডোনেশন,

ফরিদগঞ্জ, প্রভাত সমাজকল্যাণ সংস্থা, ৬নং পশ্চিম গুপ্টি ইউনিয়ন"আদর্শ সেবা টিম", ৩ নং সুবিদপুর মুক্তির তোরণ ইসলামিক সংগঠন , ফরিদগঞ্জ ইচ্ছে পূরন যুব সমাজ কল্যান ফাউন্ডেশন, ৪নং সুবিদপুর যুব ঐক্য ফাউন্ডেশন, ফরিদগঞ্জ ফুটবল একাডেমি, গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশন, সাবেক এমপি লায়ন হারুণ রশিদের অর্থায়নে ফ্রি অক্সিজেন সেবা, জালাল আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে অক্সিজেন সেবা ,উপজেলা পরিষদের উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা, ৩ নং সুবিদপুর বন্ধুমহল সংগঠন , ৪ নং সুবিদপুর ধ্রুবতারা ফাউন্ডেশন, ১১ নং চরদুখিঃয়া আলোকিত সেবা টিম, গোবিন্দপুর মানব কল্যান ফাউন্ডেশন, ১৫ নং রূপসা ইউনিয়ন ঈগল টিম । ফরিদগঞ্জ সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সভাপতি শিমুল হাসান বলেন, যখনই ফোন আসে। অক্সিজেন সেবা প্রয়োজনের বিষয়টি নিশ্চিত হয়ে আমরা নিজেরা গিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌছে দিচ্ছি।

ফরিদগঞ্জ ফুটবল একাডেমীর সদস্য মামুন হোসাইন বলেন, করোনার শুরু থেকে আমরা বাজার বাড়ি নামে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌছে দিয়েছি। এখন ফরিদগঞ্জ ফুটবল একাডেমির নামে অক্সিজেন সেবা দিয়ে চলেছি। অক্সিজেন সেবার বিষয়টিকে ইতিবাচক উল্লেখ করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ হোসেন চৌধুরী বলেন, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অক্সিজেন সেবা নিয়ে এগিয়ে এসেছে, এটা আশাপ্রদ। তবে অবশ্যই এই সেবা গ্রহণকারীকে রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে অক্সিজেন নিতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়