প্রকাশ : ০৫ আগস্ট ২০২১, ১২:১৭
হাজীগঞ্জে লকডাউন মানছে না অধিকাংশরা
চলমান কঠোর লকডাউনে হাজীগঞ্জে না মানার প্রবণতা দেখা দিয়েছে। এ জন্য লকডাউনে অনেকটা শিথিলতা দেখা দিয়েছে। ৫ আগস্ট বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় এমন চিত্র দেখা দিয়েছে। হাজীগঞ্জ বাজারে দেখা যায়, বাজারে প্রবেশ পথে পুলিশের নিয়মিত চেকপোস্ট রয়েছে। সকল চেকপোস্টগুলোতে পুলিশ সিএনজি চালিক স্কুটারগুলো থেকে যাত্রী নামিয়ে দিচ্ছে। কিন্তু যাত্রীরা চেকপোস্টে নেমে কয়েক গজ হেটে ফের রিক্সা বা ব্যাটারি চালিত অটোরিক্সা করে বাজারে চলে আসছে। মূলত এজন্য বাজারে লোকজনের আনাগোনা বহু অংশে বেড়ে গেছে।
|আরো খবর
সরজমিনে আরো দেখা গেছে, হাজীগঞ্জ পশ্চিমবাজার পৌর বাস টামর্মিনাল থেকে হাজীগঞ্জ বাজারে ১ কিলোমিটার রিক্সা ভাড়া জনপ্রতি ১০ টাকা করে আদায় করা হচ্ছে। একইভাবে বাজার অংশ থেকে পৌরবাস টার্মিনালে যেতে হলে জনপ্রতি ১০ টাকা ভাড়া নেয়া হচ্ছে। একই চিত্র রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া ও পৌরসভার পাশে টোরাগড় এলাকার চেকপোষ্টের পাশের চিত্র। তবে টোরাগড় চেকপোস্ট হতে বেশ কিছু অটোরিক্সাকে আটক করেছে পুলিশ।
অপরদিকে হাজীগজ্ঞ বাজার অভ্যন্তরে ৮০ ভাগ ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকতে দেখা গেছে। বড় পরিবহনগুলো ছাড়া অটোরিক্সা আর রিক্সায় বাজার অভ্যন্তর মাঝে মধ্যে যানজটের সৃষ্টি হতে দেখা গেছে। বাজারে সড়কের উভয় পাশে তরকারি ও ফলের দোকানগুলো মাস্ক বিহীন অবস্থায় অথিকাংশ ক্রেতার সমাগম লক্ষ্য করা গেছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, বাজারে পুলিশ ডিউটিতে রয়েছে তারপরেই আমি যাচ্ছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, আমরা বারবার ব্যবসায়ীদেরকে সতর্ক করে আসছি।