প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ২০:৩৭
মতলবে সাংস্কৃতিত্ব ব্যক্তিত্ব ও সঙ্গীত শিক্ষক রেবনের মৃত্যু
মতলবের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীত শিক্ষক ও কচি-কাঁচা মেলার সদস্য হুমায়ুন কবির রেবন (৫৮) আজ ভোর ৬টা ৩০ মিনিটে ঢাকার খিলওগাঁও ওনার বাসায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে............ রাজেউন)।
|আরো খবর
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর খিলগাঁও তালতলা এলাকা মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমকে তালতলা এলাকায় কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি তাঁর জীবদ্দশায় সরকারি চাকুরির পাশাপাশি প্রায় ৪০ বছর বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড ও সঙ্গীত পেশার সাথে জড়িত ছিলেন। তাঁর অসংখ্য সঙ্গীত শিল্পী বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি রেডিও টেলিভিশনে সুযোগ পেয়ে প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
এদিকে মরহুমের মৃত্যুতে কচি-কাঁচা মেলার পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের স্মৃতিচারন মূলক বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শংকর রাও নাগ, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মেলার সদস্য দ্বীজেন দাস। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক হোসেন আহমেদ।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মেলার সদস্যবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।