বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ২০:০০

ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে নয়াপরিষদের দায়িত্বগ্রহণ ও চেয়ারম্যানকে সংবর্ধনা

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে নয়াপরিষদের দায়িত্বগ্রহণ ও চেয়ারম্যানকে সংবর্ধনা

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। এর আগে নুতন চেয়ারম্যান ও তার পরিষদ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন।

সোমবার (২ জানুয়ারি) বিকালে সাহাপুর গ্রামের ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান শওকত আলীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান হোসেন আহম্মদ রাজন শেখ। এসময় তিনি বলেন, আপনারা নির্বাচনে ভোটের মাধ্যমে আপনাদের দায়িত্ব পালন করেছেন। এখন আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমার এবং পরিষদের সকল সদস্যদের দায়িত্ব সঠিকভাবে দায়িত্ব পালন করা। আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে গিয়ে ইশতেহারে যেসব কথা বলেছি, তার সঠিক বাস্তবায়ন করবো। নাগরিক সনদ, জন্মনিবন্ধন ও মৃত্যু নিবন্ধনসহ সকল সুবিধাদি যাতে সহজেই পেতে পারেন, সেই ব্যবস্থা করবো। আমার চাওয়া পাওয়ার কিছু নেই আগামী ৫ বছর যেন আপনাদের সেবক হিসেবে কাজ করতে পারি সেই দোয়া করবেন। চেয়ারম্যান হিসেবে নয়, আপনাদের কারো ভাই, কারো বন্ধুম কারো ছোট ভাই, কারো ভাতিজা বা অন্য কোন সর্ম্পকটা যেন অটুট থাকে। আজ যেই সংবর্ধনা আপনারা আমাকেও আমার পরিষদকে দিয়েছেন তা ভোলার নয়। পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইতিহাসে এরকম জনসমাগম আর হয়নি। আশা করছি মানুষর প্রত্যাশা পূলণ করতে সক্ষম হবো।

ইউনিয়ন যুবলীগের সভাপতি ইয়াছিন পাটওয়ারীর পরিচালনায় এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এইচ এম হারুন রশীদ, রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউছারুল আলম কামরুল, সাবেক ইউপি চেয়ারম্যান রমজান আলী খান, চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমেদ, ইকবাল হোসেন পিন্টু, গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: লতিফ বিএসসি, নবনির্বাচিত চেয়ারম্যানের পিতা আ: লতিফ শেখ।

সংর্বধিত নবনির্বাচিত ইউপি সদস্য মো. মাইনুদ্দিন পাটওয়ারী, মো. শরীফ হোসেন,মো. সেলিম জিতু, মো. মমিনুল ইসলাম,মো. এমরান হোসেন, তালুকদার, মোহাম্মদ নুরুল ইসলাম, আসাদুজ্জামান, মো. কামাল হোসেন,আব্দুল খালেক পাটওয়ারী এবং সংরক্ষিত (মহিলা) সদস্য রাশিদা বেগম, জাহানারা,শাহানারা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন পাইকপাড়া উওর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পি.এম আক্তার,সমাজসেবক মজিবুর রহমান পাটওয়ারী, আলমগীর শেখ, সাইফুল ইসলাম দর্জি, মাসুদুর রহমান খান, হাফেজ জাহিদুল ইসলাম, নেয়ামত আলী, মমিন চৌধুরী, সাইফ উদ্দিন শাকিল, নয়ন, রাজীব, সাদ্দাম, রবিউল, কাজল শেখ, রুবেল শেখ, সোহেল।

এর আগে ওই দিন সকালে ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেসা পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করান। এসময় অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়