প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২, ২০:৫১
চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী
১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ ডিসেম্বর
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের নীচতলায় মিলনায়তনে উক্ত সংগঠনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি জাকির লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদারের পরিচালনায় উক্ত প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা,সাবেক পৌর ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আয়কর আইনজীবি অ্যাডঃ শাহ মোঃ আঃ কুদ্দুস।
বিশিষ্ট সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অজয় কুমার ভৌমিক, চাঁদপুর পৌর সভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা অ্যাডঃ হাবীবুর রহমান লিটু, হিলশা সিটি অব চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ আলমগীর মিয়াজী,
সাধারণ সভায় সমিতির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলমগীর হোসেন, রহিম বেপারী ইউনূছ খান,সাংগঠনিক সম্পাদক আলমগীর খান,প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ নাছির হোসেন, সদস্য সাইফুল ইসলাম রতন,কবির খানসহ প্রমুখ সদস্যবৃন্দ।
সভায় বর্তমান কমিটির মেয়াদকাল শেষ হওয়ায় সমিতির আগামীর কার্যকরী পরিষদের জন্য নির্বাচন করে নতুন কার্যকরী নতুন কমিটি করার জন্য নির্বাচন করার জন্য নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে আয়কর আইনজীবি ও সমিতির উপদেষ্টা অ্যাডঃ শাহ মোঃ আঃ কুদ্দুছ কে প্রধান নির্বাচন কমিশনার করা হয়।
সভায় সমিতির সকল সদস্যদের সিদ্ধান্তক্রমে আগামী ১০ জানুয়ারির মধ্যে যে সকল সদস্যদের বকেয়া রয়েছে তা পরিশোধ করে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং এই সিদ্ধান্ত মোতাবেক যারা সকল বকেয়া পরিশোধ করবে তাদের কে ভোটার করে স্বচ্ছ ভোটার তালিকা প্রনয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সমিতির বিগত বছরের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হলে সকল সদস্যদের হ্যাঁ সূচক শব্দের মধ্য দিয়ে বার্ষিক আয় ব্যয়ের হিসাব পাশ করা হয়।
সবশেষে সংগঠনের সভাপতি জাকির লস্কর ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।