রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২, ২১:২৯

ফরিদগঞ্জ কে. আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জ কে. আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জ উপজেলার সুনামধন্য বিদ্যানিকেতন অত্যাধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত কে. আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের ২০২২ সনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন বিদ্যালয়ের সভাকক্ষে এই ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মাছুম আলম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, সমাজ সেবক ওমর ফারুক পাটওয়ারী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক শিক্ষার মান বজায় রাখায় বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করে অতিথিবৃন্দ বলেন, ‘ফরিদগঞ্জ কে. আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের উন্নতি এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের জন্য কখনো কৃপণতা করে না। যদি কোন সমস্যা হয় তাহলে আপনারা স্কুল পরিচালনা কমিটিকে জানাবেন, তারা দ্রæত সমাধানের চেষ্টা করবেন।

প্রধান অতিথি মো. আবদুল মান্নান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,‘আমি এখনো পর্যন্ত আমার স্কুলে শিক্ষকদের সাথে দেখা হলে সম্মান প্রদর্শন করি, ঠিক তেমনি তোমরা শিক্ষকদের সর্বদা সম্মান করবে। কারণ শিক্ষকগণ নিঃস্বার্থভাবে তোমাদের শিক্ষাদান করে থাকেন। শিক্ষকতা শুধু পেশা নয়, শিক্ষকতা একটি ব্রত।

তিনি শিক্ষকদের উদ্দেশ্য আরো বলেন, শুধু পরীক্ষার ফলাফল নয়, শিশুদের নৈতিক শিক্ষাও দিতে হবে। তাদের ভুল হলেও তিরস্কার না করে অনুপ্রাণিত করবেন। এ সময় তিনি ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও রাষ্ট্র বিরোধী কাজে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়