প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২, ২১:২০
ফরিদগঞ্জে রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
ফরিদগঞ্জ উপজেলার রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরাণী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধা তালীকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ এবং ২৩ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের মাঝে বইসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
|আরো খবর
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে মাদ্রাসার মাঠে মো. ইয়াছিন খানের সঞ্চালনায় ও আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।
৮নং পাইকপাড়া দ. ইউনিয়নের চেয়ারম্যান শেখ হোসেন আহমেদ রাজন, ৬নং গুপ্টি ইপির চেয়ারম্যান মো. বুলবুল আহমেদ, ১৫ নং রূপসা ইউপির সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা মুহাম্মদ জোসেন মিন্টু পাটওয়ারী, সমাজ সেবক আলহাজ্ব মো. বাচ্চু পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান পাটওয়ারী, মাওলানা তাজুল ইসলাম খান, মাওলানা ইলিয়াস ফরিদি, চাঁদপুর বেগম মসজিদের খতিম, অত্রমাদ্রাসার প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, হাজী মো. হোসেন, শেখ মোদাচ্ছের হোসেন অপু, ৬নং ওয়ার্ড মেম্বর নুরুল ইসলাম, তাহের পাটওয়ারী প্রমুখ।
এসময় অতিথিরা বলেন, ‘নূরাণী মাদ্রাসায় আসলে ছোট বেলায় আরবী পড়তে যাওয়া মক্তবের কথা মনে পড়ে। সে সময় মক্তবে যে ভাবে পড়াতো, বর্তমানে তার চাইতে আরো ভালো ও উন্নত মানের পড়াশোনা হয় নূরাণী মাদ্রাসায়। নূরাণী মাদ্রাসায় আরবীর পাশাপাশি বাংলা, ইংরেজী ও গনিতের প্রতিও সমান তালে গুরুত্ব দেওয়া হয়। নূরাণী মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মুখ থেকে অসাধারণ কুরআন তেলাওয়াত হামদ, নাত শুনতে ভালোই লাগে।
রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরাণী মাদ্রাসা ফরিদগঞ্জ উপজেলার মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান, অল্প কিছুদিনের মধ্যে এ প্রতিষ্ঠান অনেক সুনাম অর্জন করেছে।’ আলোচনা শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।