বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ২০:৪৪

চাঁদপুর পৌরসভার জরুরী সেবাকে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

গোলাম মোস্তফা
চাঁদপুর পৌরসভার জরুরী সেবাকে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সমস্যা দুর করতে চাঁদপুর পৌরসভার জরুরী সেবাকে ১০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন জনৈক শহীদুল ইসলাম।

জানাযায়, বেশ কয়েকদিন যাবত ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীরা অক্সিজেন সংকটের কারনে মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষকে বেশ নাড়া দেয়। এই সংকট সমাধনে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েলের আহবানে সাড়া দিয়ে চাঁদপুরের কৃতি সন্তান জনৈক শহীদুল ইসলাম পৌর সভাকে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। কিন্তু অক্সিজেন সিলিন্ডার প্রদানকারী ব্যক্তির আর কোনো পরিচয় দিতে চাননি।

তবে পৌর মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েলের হাতে অক্সিজেন সিলিন্ডার প্রদানকারী ব্যক্তি মোঃ মিজানুর রহমান জানান, তিনি রুপালী ব্যাংক লিমিটেডের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা ব্যবস্থাপক। তিনি শহরের আলীমপাড়ার বাসিন্দা তার মেয়ের জামাই উক্ত অক্সিজেন সিলিন্ডার প্রদানকারী, কিন্তু আর বাইরে আর কোনো পরিচয় দেয়া যাবে না বলে জানান।

তাই মেয়ের জামাইয়ের পক্ষে পৌর মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েলের নিকট তিনি ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। এসময় পৌর মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল অক্সিজেন সিলিন্ডার প্রদানকারী ব্যক্তি মানবতার সেবায় এগিয়ে আসায় ধন্যবাদ জানান।

এ বিষয়ে পৌর মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল জানান, প্রাপ্ত অক্সিজেন সিলিন্ডার দিয়ে পৌর সভার জরুরী সেবার আওতায় মনিটরিং সেলের মাধ্যমে অক্সিজেন সংকটাপন্না ব্যক্তিদের সেবা প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়