প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ১৮:০২
বাবুরহাট বাজারে বিধিনিষেধ উপেক্ষিত, নেই প্রশাসনিক তৎপরতা
চাঁদপুর পৌরসভা ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাটে সরকার ঘোষিত বিধি নিষেধ উপেক্ষিত। মানা হচ্ছে না সরকারি কোন বিধি-নিষেধ। গত দু'দিন ধরে প্রশাসনিক কোন তৎপরতা না থাকায় অনেককেই বলতে শোনা যাচ্ছে লকডাউন শেষ হয়ে গেছে। বাবুরহাট মতলব রোড ঘুরে দেখা গেছে বাস ব্যতীত প্রায় সকল যানবাহন চলছে। এছাড়াও এখান থেকে মাইক্রোবাসযোগে ঢাকায় উদ্দেশ্যে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কা না করেই গাদাগাদি করে সিএনজি, অটো ও মাইক্রোবাসে যাত্রী তোলা হচ্ছে। চাঁদপুরে করোনার এমন ঊর্ধ্বগতিতে এমন পরিস্থিতি দেখে অনেকেই হতাশা প্রকাশ করছেন।
|আরো খবর
জানা যায় আজ এবং গত দুদিনে প্রশাসনিক তেমন কোনো তৎপরতা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে বাবুরহাট বাজার ঘুরে দেখা যায় বাজারে প্রায় সকল দোকানপাটই খোলা রয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত জরুরী পন্যের দোকান ব্যাতিত সকল দোকান ও প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ থাকলেও সন্ধ্যা ৬ টায়ও বাজারের প্রায় সকল দোকানপাট খোলা রাখতে দেখা যায়। এমন পরিস্থিতিতে এলাকার সমাজ সচেতন গন করণা ঊর্ধ্বমুখী দিকে যাচ্ছে বলে মনে করছেন।