প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ১৭:১২
করোনা উপসর্গ নিয়ে দুপুরে মা, সন্ধ্যায় ছেলের মৃত্যু
হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে দুপুরে মা আর সন্ধ্যায় ছেলের মৃত্যু হয়েছে। সোমবার এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা (পূর্ব) ইউনিয়নের লাওকরা গ্রামের কাজী বাড়িতে। এমন ঘটনায় পুরো এলাকা জুড়ে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
|আরো খবর
জানা যায়, লাওকরা গ্রামের কাজী বাড়ির মৃত আমির হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৬০) ক’দিন যাবৎ জ¦রে ভুগছিলেন। সোমবার দুপুরে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। সন্ধ্যায় মমতাজ বেগমকে দাফন করা হয়। মমতাজ বেগমের দাফনের কিছুক্ষণ পরেই তার বড় ছেলে সোহাগ (৪২) মৃত্যুবরণ করেন। সোহাগের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের মাতম দেখা যায় এবং গ্রামবাসীর মাঝে করোনা আতঙ্ক বাড়তে থাকে।
সোহাগ (৪২) পেশায় ঠিকাদার ছিলেন। আলীগঞ্জে তিনি তার পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। তার ১ ছেলে ও তিন মেয়ে রয়েছে।
নিহত সোহাগের চাচাতো ভাই মোঃ শরীফ চাঁদপুর কণ্ঠকে বলেন, সোহাগ ক’দিন যাবৎ অসুস্থ ছিলেন। তাকে ঢাকায় নিয়েও চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার তার মায়ের দাফনের কিছুক্ষণ পরেই তিনিও মারা যান।