শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২১, ১৩:৪৩

শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও ম্যাক্স গ্রুপের অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও ম্যাক্স গ্রুপের অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। ২ আগস্ট সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ নাসির উদ্দিনের হাতে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাওয়া সেলের মহা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বলেন, শাহরাস্তি- হাজিগঞ্জ বর্তমানে করোনা পরিস্থিতি বেগতিক। আমাদের ততটুকু সমর্থ রয়েছে তা নিয়ে এগিয়ে আসতে হবে। গ্রাম বাংলায় অনেকেই চিকিৎসার অভাবে মৃত্যু বরন করছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আরো ১০টি অক্সিজেন সিলিন্ডার দেওয়ার চেষ্টা করবো। আমি এ মাটির সন্তান, যখন যেভাবে পেরেছি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের সম্মেলিত প্রচেষ্টায় করোনা মোকাবেলায় করতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন পাটোয়ারী, ডাঃ আহসানুল কবির, ডাঃ অচিন্ত্য, সাংবাদিক নেতা কাজী হুমায়ূন কবির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়